“এগিয়ে আসুন রক্তদানে” “ফুটুক হাসি নতুন প্রাণে” এই শ্লোগানকে ধারণ করে নোয়াখালীর সেনবাগের স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড এন্ড হেল্পে’র উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডোনার সংগ্রহ ক্যাম্প শনিবার সেনবাগের লায়ন জাহাঙ্গীর আলম মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে।
এউপলক্ষে শনিবার দুপুরে লায়ন জাহাঙ্গীর আলম মহিলা কলেজের “বীর বিক্রম” শহীদ তরীক উল্লা অডিটোরিয়ামে কলেজের অধ্যক্ষ নুরুল আলম সবুজের সভাপতিত্বে ও ব্লাড এন্ড হেল্পে’র সভাপতি ফিরোজ আলম খানের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, লায়ন জাহাঙ্গীর আলম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা,সভাপতি, মেঘনা ব্যাংকের ঝুকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের পরিচালক লায়ন জাহাঙ্গীর আলম মানিক। বিশেষ অতিথি আওয়ামীলীগ নেতা ডাক্তার আবুল কালাম, কাবিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মমিন উল্লাহ, কলেজের প্রভাষক শামছুল আলম রাশেল, সেবারহাট নুর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোঃ জোবায়ের হোসেন, শিকষার্থী তানজিলা আক্তার, তাহমিনা ইয়াসমিন, মোঃ শামীম,ফাতেমা বেগম প্রিয়া। ক্যাম্পে কলেজের গর্ভানিং বডির সভাপতি,সদস্য, শিক্ষক, ও শতাধিক শিক্ষাথীর রক্তে গ্রুপ নির্ণয় করা হয়।