শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীদের প্রতীকী অনশন কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে গত ১ সেপ্টেম্বর রাজশাহী মহানগরি জিরো পয়েন্টে। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, গত ২১ আগস্টে সংবাদ সম্মেলনে তারা ১ সেপ্টেম্বরের আগে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান। তা না হলে তখন থেকে তারা প্রতীকী অনশন কর্মসূচি চালানোর ঘোষনা দেয়। সে জন্যে তারা জিরো পয়েন্টে গণচিৎকার ও পদযাত্রা করতে চাইলে অনুমতি না থাকার কথা জানিয়ে পুলিশ তাদের প্রথমে বাধা দেয়। পরে সেখানেই শিক্ষার্থীরা সমাবেশ শেষ করে বেলা পৌনে একটার দিকে প্রতীকী অনশনে বসেন। পুলিশ তাদের ঘিরে রাখে। কিন্তু বেলা একটার দিকে সেখানে হামলার ঘটনা ঘটে। শিক্ষার্থীরা বলছে ছাত্রলীগ তাদের অনশনে হামলা চালিয়েছে এবং পুলিশের সহযোগীতায় হামলাকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। যদিও ছাত্রলীগ হামলায় জড়িত থাকার কথা আস্বিকার করেছে।
করোনা ভাইরাসের সংক্রমনের মাঝে গত বছরের ১৭ মার্চ থেকে সারা দেশে প্রাথমিক থেকে উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। এরমধ্যে ঢাকা বিশ^বিদ্যালয়ের সাধারণ ছাত্র পরিষদ ক্লাসে ফিরার দাবিতে মানব বন্ধন করলে সেখানেও ছাত্রলীগ হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এছাড়া রাজশাহী ও জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয়য়ে ক্লাস শুরু করার জন্য প্রতীকী ক্লাসে অংশ নিয়েছে ছাত্র-ছাত্রীরা। সরকার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। আগামী দু’এক মাসের মধ্যে উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য করোনা প্রতিশোধক টিকা দেওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের অগ্রাধিকার দিচ্ছে। তবে প্রাথমিক বা মাধ্যমিক শ্রেনীর ছাত্র-ছাত্রীরা কবে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরবে তা এখনো নিশ্চিত নয়। তবে স্কুলের ছেলে মেয়েদের টিকা দেওয়র ব্যাপারে খুব শিঘ্রই সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের এখন অফিস করতে হচ্ছে, অংশ নিতে হচ্ছে অনলাইন ক্লাসে।
দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষাও বন্ধ রয়েছে। এখনো ¯œাতক প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের ভর্তি নেয়া সম্ভব হয় নি। তাদের পরীক্ষা না নিয়ে এসএসসি ও জেএসসির ফলাফলের ভিত্তিতে ফল প্রকাশ করা হয়েছে। চলতি সেশনের এসএসসি ও এইচএসসি পরীক্ষাও সময় মতো হয়নি। তবে বছর শেষে নেয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। এখন করোনা সংক্রমন নি¤œগতি হয়েছে। সব কিছু খুলে দেওয়া হয়েছে। তাই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া উচিৎ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে। এজন্য আন্দোলনের কর্মসূচিতে হামলা নি:সন্দেহে অনভিপ্রেতা। তাই তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনা প্রয়োজন। সরকার যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার তারিখ ঘোষনা করেছে, তখন অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। সে সিদ্ধান্ত দ্রুততর করতে ছাত্র-ছাত্রীরা আন্দোলন করলে তাকে সাধুবাদ না জানিয়ে হামলা করা কি যৌক্তিক?