আঞ্জুমানে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া বাংলাদেশ এর ব্যবস্থাপনায় গাউছে জামান হযরতুলহাজ¦ আল্লামা শাহ আজিজুল হক আল কাদেরী (রহঃ) এর অর্ধবার্ষিক ওরশ শরীফ ছিপাতলী গাউছিয়া আজিজিয়া দরবার শরীফে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
ওরশ শরীফ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দরবারে গাউছিয়া আজিজিয়া শরীফের সম্মানিত সাজ্জাদানশীন শাহসূফি আল্লামা শাহজাদা অধ্যক্ষ আবুল ফছিহ মোঃ আলাউদ্দিন আল কাদেরী। ওই ওরশ শরীফে প্রধান অতিথি হিসেবে দোয়া মোনাজাত করেন আজিজিয়া কাজেমী কমম্পেক্স ট্রাস্ট বাংলাদেশ এর সভাপতি বড় শাহজাদা প্রফেসর ডঃ আবুল ফাতাহ মোঃ মহিউদ্দিন আল কাদেরী। এতে প্রধান বক্তা হিসেবে তকরীর করেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর সম্মানিত মহাসচিব পীরে তরিক্বত আল্লমা আবুল কাসেম নূরী,আল্লামা ছালেকুর রহমান আল কাদেরী, আল্লামা ফরিদুল আলম রেজবী, মাওলানা মাহফুজুর রহমান আল কাদেরী, মাওলানা জিল্লুর রহমান আল কাদেরী, মাওলানা আহমদ রেজা আল কাদেরী প্রমুখ।
উক্ত ওরশ শরীফে আরো উপস্থিত ছিলেন আলহাজ¦ ফজলুল হক চৌধুরী, আলহাজ¦ আবু ফয়েজ, শাহাবুদ্দিন চৌধুরী, ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আহসান লাভু, জনাব নুরুল ইসলাম, মাওলানা আবুল হাসেম, জনাব শেখ নওশাদ সরওয়ার পিল্টু সহ প্রমুখ।