যতদূর চোখ যায় পানি আর পানি। কিছুদূর পর পর কচুরিপানার কমতো ভেসে থাকার গ্রাম। বর্ষা মৌসুমে এ অঞ্চলে নৌকা ছাড়া মানুষ ছিল অচল। আবার যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় শুকনো মৌসুমে গায়ে হাটার বিকল্প ছিল না। হাওড় বাসীর এ দুঃখ গোছাতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের ইচ্ছায় গত বছর ৮শত ৭৪ কোটি টাকা ব্যয়ে কিশোরগঞ্জের ইটনা মিটামইনসহ কয়েকটি উপজেলার মধ্যে প্রায় ৩০ কিলোমিটার সংযোগ সড়ক নিমার্ণ করা হয়। নিমার্ণ কাজ শেষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে আনুষ্ঠানিকভাবে সড়কটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়কপি চালু হওয়ার পর হাওরে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা অনেকটা পাল্টে যায়। সড়কটি ইতোমধ্যে সারা দেশের মানুষের দৃষ্টিও কেড়েছে। তবে সেই চোখজাড়ানো সড়কটি আদতে পূর্ণতা পায়নি। কারণ, এর সঙ্গে কিশোরগঞ্জ জেলা সদর তথা সারা দেশের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হয় নি। ফলে যানবাহনের চলাচলও খুব সীমিত। ৮৭৪ কোটি টাকার এই সড়কের প্রধান বাহন ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক। এই অপূর্ণতা ঢাকতে এবার হাওরে নির্মাণ করা হচ্ছে উড়াল সড়ক। এর জন্য নতুন প্রকল্প নিয়েছে সেতু বিভাগ। সেতু বিভাগ সূত্রে জানাগেছে, ১৪ কিলোমিটার দৈর্ঘের উড়াল সড়কটির শুরু হবে মিঠামইন সদর থেকে। এটিচ শেষ হবে নিকলীর ভাটিবরাটিয়ার উপর দিয়ে এসে করিমগঞ্জের মরিচখালী এলাকার খয়রত গ্রামে। সেখান রেথকে প্রশস্ত সড়কের মাধ্যমে সংযুক্ত হবে জেলা সদরের সাথে। এই প্রকল্পের মাধ্যমে কিশোরগঞ্জের মিঠামইনে নির্মাণাধীন সেনানিবাসকেও যুক্ত করা হবে। প্রকল্পটির নির্মাণে ৪ হাজার কোটি টাকারও বেশি খরচ হবে। পুরো টাকা সরকারের রাজস্ব খাত থেকে ব্যয় করা হবে। এই উড়ালসড়ক নির্মাণে নকশা প্রণয়ন এবং আনুষঙ্গিক অন্যান্য পরিকল্পনা প্রণয়নে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে। প্রকল্পের ভূমি অধিগগ্রহণ ও পূনর্বাসন পরিকল্পনা বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ মঙ্গলবার দুপুরে করিমগঞ্জের মরিচখালী বাজারে অংশীজনদের সাথে এক অবহিতকরণ সভায় প্রকল্পের বিস্থারিত তুলে ধরে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডর্ভোকেট মুজিবুল হক চুন্নু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক ও সেতু বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক। কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস ভূইয়া জনি ও করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিরুল ইসলাম খান আওলাদ প্রমুখ।