চট্টগ্রামের হাটহাজারী সরকারী কলেজ এক্স -ক্যাডেটদের পূনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার অনুষ্ঠিত হয়। পৌরসভার একটি হোটেলে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ক্যাডেট পলাশ দেবনাথ।এতে প্রধান অতিথি ছিলেন, হাটহাজারী সরকারী কলেজের( ভারপ্রাপ্ত) অধ্যক্ষ গুল মোহাম্মদ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন কলেজের সাবেক উপাধ্যক্ষ ও লেখক মেজর (অবঃ) নূরুল হুদা কুতুবী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, চবি শিক্ষক মোঃ ইসহাক ও মোঃ শাহেদুল আলম চৌধুরী। নুরুল ইসলাম নোবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী।অন্যান্যের মধ্যে বক্তব্য জাহেদুল ইসলাম চৌধুরী। শুরুতে পবীত্র কোরান তেলোয়াত করেন মোঃ রেজাউল হক।
অনুষ্ঠান শেষে মোঃ সাহেদুল আলম চৌধুরীকে সভাপতি, অ্যাডভোকেট মোঃ ইসমাইলকে সাধারণ সম্পাদক ও মোঃ আবু তৈয়্যব কে সাংগঠিক সম্পাদক করে ২০২১-২০২২ সালের
১১জন বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন সামাজিক দায়িত্ব ও কর্তব্য ন্যয় নীতি ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার বিষয়ে ক্যাডেট সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্যাডেট সদস্যরা যেখানে থাকুক তারা মানুষ ও মানবতার জন্য কাজ করে থাকে। দেশের যে কোন দূর্যোগে তারা মানুষের পাশে দাড়ায়। ভালো লেখা পড়া জানলে হবে না, সত্যিকারের মানুষ হতে না পাড়লে, মানুষকে সেবা দান করতে না পাড়লে তাদের সত্যিকারের মানুষ বলা যায়না।