নীলফামারীর সৈয়দপুরে পুকুরে মিললো এক যুবকের লাশ। উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের তহশিলদার পাড়ার একটি পুকুরে আরমান পাগলা নামে এক যুবকের লাশ পাওয়া যায়।
৩ সেপ্টেম্বর সকালে ওই পুকুরে লাশ ভেসে উঠতে দেখে এলাকার লোকজন থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জানা যায় নিহত আরমান এলাকায় পাগলা নামে সুপরিচিত। বাড়ীর লোকজন জানান, হঠাৎ তাকে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে পাশের পুকুরে তার লাশ পাওয়া যায়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান জানান এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
এলাকার লোকজন বলছেন কেউ হয়তো তাকে হত্যা করে পুকুরে ফেলে দিয়ে গেছে।