দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান চালিয়ে ৫ শ মিটার অবৈধ জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে নদীতে অভিযান পরিচালনা করে এই জাল জব্দ করা হয়েছে।
নদীতে অভিযান পরিচালনা করার সময় হাটহাজারী উপজেলা উপজেলা প্রশাসন নদীর মনু মেম্বারের বাড়ী এলাকায় অবৈধ মৎস্য শিকারীদের বাধার মুখে পড়েন। প্রশাসন এই সময় কৌশলে লোকমান (৩৮) নামে অভিযানে বাধাদানকারী এক ব্যাক্তি আটক করেন। তাকে তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
নদীতে অভিযান পরিচালনাকারী হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম জানান, গতবৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তিনি সংগীয় লোকজন নিয়ে হালদায় অভিযান নামেন। একপর্যায়ে নদীর রাউজান অংশের মনু মেম্বারের বাড়ী এলাকায় পৌঁছলে একদল সংঘবদ্ধ অবৈধ মাছ শিকার অভিযানে বাধা সৃষ্টি করে। অবস্থা উপলব্ধি করে তিনি কৌশলে লোকমান (৩৮) নামের এক মৎস্য শিকারীকে আটক করে। আটককৃততাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে শিকারীকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। তিনি হাটহাজারী থানা ও রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এর সহযোগিতায় রাউজান থানা থেকে অতিরিক্ত পুলিশ নিয়ে অভিযানে বাধাদানকারীদের সনাক্ত করেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ও মা মাছের অভয়াশ্রম হালদা নদী রক্ষার্থে উপজেলা প্রশাসন সবসময়ই কঠোর। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।