গত ৩০ আগস্ট ছিল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। প্রতিবছরের মতো এ বছরও গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্বজনেরা তাদের আপনজনদের ফিরে পেতে মানববন্ধন করেছেন। অন্যদিকে বাংলাদেশে গুম পরিস্থিতি নিয়ে মার্কিন কংগ্রেসের টম ল্যান্টোর মানবাধিকার কমিশন এক ভার্চুয়াল আলোচনা করে বলেছে, বাংলাদেশে বিরোধী দলের নেতা-কর্মী ভিন্নমতাবলম্বী ও গনমাধ্যমের কন্ঠরোধের উদ্দেশ্যে ভয়ের মাধ্যমে এক ধরনের ভয়ের সংস্কৃতি বিরাজ করছে। অবাধ বিচারহীনতার সংস্কৃতিই গুমকে উৎসাহীত করছে। এছাড়া দিবসটির প্রাককালে জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুম বিষয়ক ওয়ারকিং গ্রুপ ৩৪ ব্যক্তির তালিকা পাঠিয়ে তাদের অবস্থান সম্পকে বাংলাদেশ সরকারের কাছে কৈফিয়ত চেয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সাল থেকে নিখোঁজ হওয়া ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত ৮৬ জন ফিরে আসেনি। তাদের স্বজনদের অভিযোগ তারা গুম হয়েছেন।
হত্যা-গুম দুই-ই মারাত্মক অপরাধ। ঘাতক খুন করলেও স্বজনরা লাশ পান। লাশ কবরস্থ অথবা সতকার করে স্বজনরা তাদের জন্য দোঁয়া আর্শিবাদ করে সান্তনা খুঁজেন। কিন্তু গুম হওয়া ব্যক্তির মৃতদেহও পাওয়া যায় না। স্বজনদের শান্তনার কোনো পথ থাকে না। আর সবচে মারাত্মক হচ্ছে দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুমের সাথে জড়িত থাকার অভিযোগ। সরকারের দায়িত্ব হচ্ছে নাগরিকদের জান-মালের নিরাপত্তা বিধান করা। সেখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ নিসন্দেহে অনভিপ্রেত।
বাংলাদেশের গুমের ঘটনা নতুন কিছু নয়। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সব সরকারের আমলেই গুম সংস্কৃতি চালু ছিল এবং আছে। লক্ষনীয় বিষয হচ্ছে, রাজনৈতিক নেতারা বিরোধী দলে থাকলে তারা গুম নিয়ে সোচ্চার হয়ে ওঠেন আর সরকারে থাকলে মুখে কুলুপ এটে থাকেন। প্রশ্ন হচ্ছে ক্ষমতার সাথে কি মানবাধীকারের সংঙা পাল্টে যায়? তাতো নয়। তবে একথা ঠিক দেশের ভেতরে, বাইরের মানবাধিকার সংস্থা, সংগঠন ও নাগরিক সমাজ গুমের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ করলেও বাস্তবিক অর্থে-পরিস্থিতির উন্নতি হয় নি। কেউ গুম হওয়ার তিন-ছ’মাস পর ফিরে এলেও তারা কোথায়, কি অবস্থায় ছিলেন, কে নিয়ে গেছে বা কে বাড়িতে ফিরে আসতে সহযোগিতা করেছে, তা জানা যায় না। ভুক্তভোগী ব্যক্তি কোনো অবস্থায় কিছু বলতে চান না অজানা আতংকে। আবার গুম হওয়ায় অনেকদিন পর কাউকে কাউকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করতেও দেখা গেছে। গুম হওয়ার পর আর তার কোনো খোঁজ খবর পাওয়া যায় না। গুমের এ তিন ধরনের রকমফের দেখা গেলেও সরকার তোতা পাখির মতো বুলি আউড়িয়ে যাচ্ছে, না দেশে কোনো গুমের ঘটনা ঘটছে না। এরপর দেশের একটি গুমের ঘটনাও তদন্ত করে বিচার করতে দেখা যায় নি। বিচারহীনতার এ সংস্কৃতি দেশের মানুষের মাঝে আতংক সৃষ্টি করেছে।
জাতিসংঘ মানবাধিকার পরিষদ যাদের বিষয়ে জানতে চেয়েছে, তার জবাবে পররাষ্ট্রমন্ত্রী এম.এ মোমেন বলেছেন, অবশ্যই জবাব দেওয়া হবে। সাথে একথাও বলেছেন আমরা তাদের পাত্তা দেই বলে তারা আমাদের পেয়ে বসেছে। এসব বলে তিনি কি বার্তা দিতে চেয়েছেন, তিনিই জানেন। তবে ঘটে যাওয়া গুমের তদন্ত করে শাস্তির ব্যবস্থা করলে তো আর কারো পক্ষে কিছু বলা যায় না। তা না করে কথা বললে কি হবে? সরকার তার স্বচ্ছতা প্রমানের জন্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের তদন্ত করার অনুমতি দিতে পারে। গুমের চর্চা বাংলাদেশে বন্ধ করতে সংশ্লিষ্ট ঘটনাগুলোর তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিতে কোনো বিকল্প নেই।