নোয়াখালীর সেনবাগে ইউনিয়ন পযার্যে মৎস্য চাষ সম্প্রসারণের লক্ষে ইউনিয়ন মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি (লিফ) মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সেনবাগ মৎস্য সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ জাফর আহাম্মদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে বাইসাইকেল ও ওই মৎস্য উপকরণ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সেনবাগ নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম মজুমদার, সেনবাগ উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান মোঃ গোলাম কবির, মৎস্য কর্মকর্তা মানস মন্ডল প্রমূখ।