মহেশখালীতে পুলিশের অভিযানে পাহাড়ী আস্তানা থেকে ১ হাজার লিটার বাংলা মদসহ ১ জনকে আটক করেছে। একই সাথে বাংলা মদ উৎপাদনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।
মহেশখালী থানা পুলিশ ১লা সেপ্টেম্বর বিকাল ৩টায় উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের উত্তর সিপাহীর পাড়া গ্রামে পাহাড়ী আস্থানায় গোপন সংবাদের ভিত্তিতে ১ দল পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় উত্তর সিপাহীর পাড়া পাহাড়ী আস্থানায় দীর্ঘদিন থেকে চলমান বাংলা মদ উৎপাদনের ডিপো থেকে ৩ ড্রাম ভর্তি বাংলা মদ, মদ তৈরীর ফইন, গুড, ছুরা, চুলাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। মদের ডিপো থেকে আবদুল করিমের পুত্র মোহাম্মদ শাহাব উদ্দিনকে আটক করে। স্থানীয়রা জানায় আটককৃত শাহাব উদ্দিন দীর্ঘদিন থেকে ওই আস্থানায় বাংলা মদ তৈরী করে বিভিন্ন ইউনিয়নে, গ্রামে গ্রামে সরবরাহ করে থাকে। সন্ধ্যা হলে আস্থানাকে ঘিরে বসে বাংলা মদ সেবনের বিশাল আসর। আটকের সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ওসি আবদুল হাই জানান, উপজেলার যেসকল স্থানে মদ উৎপাদন বা বিক্রয় হবে সকল স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।