সেনবাগে আলোচিত সেই প্রতিবন্ধী মিশুক চালক মোঃ এয়াকুব আলী মনির পাশে এগিয়ে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সেনবাগেরসেচ্ছাসেবী সংগঠন ইয়াং হেল্প হিউম্যান বিডি। বুধবার সকালে পৌর শহরে চালক মনির হাতে রিকশাল চাবি তার বাড়ীর জন্য মিষ্টি তুলে দেন ইয়াং হেল্প হিউম্যান বিডির এডমিন রবিউল ইসলাম রবি। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ছাঢ়াও উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিকরা।
জানাগেছে,সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের নলুয়া দক্ষিন পাড়া হাজী বশির উদ্দিন বাড়ীতে ৪ ছেলে ১ মেয়ে স্ত্রী সহ ৭ জন কে নিয়ে মিশুক চালিয়ে কোন রকমে সংসার চলাতো প্রতিবন্ধী মোঃ এয়াকুব আলী মনির। গত ১৮ আগস্ট সকালে জীবন ও জীবিকার তাগিতে নীজ বাড়ী থেকে বের হয়ে সেনবাগে এসে দেখেন কম মূল্যে সরকারি ওএমএসের চাউল বিক্রি হচ্ছে। তাই তিনি পরিবারের ৭সদস্যের জীবিকার জন্য পৌর শহরে সেনবাগ সরকারী পাইলট উচ্চবিদ্যালয় পাশের রিকশাটি রেখে ওএমএস কেন্দ্রে লাইনে দাঁড়ান প্রতিবন্ধী মনি চাউল সংগ্রহ করে। শেষে রাস্তায় এসে দেখেন তার ব্যাটারী চালিত অটোরিকশা (মিশুক)টি নেই। আঁশ পাশ সহ সকল স্থানে খোজাখুজির পর রিকশাটি না পেয়ে তিনি পাগলের মত কান্নাকাটি করতে থাকেন। ওই দৃশ্যটি নজরে আসে স্থানীয় সাংবাদিক জাহাঙ্গীর পাটোয়ারীর। এরপর তিনি তার ফেজবুক আইডিতে প্রচার করলে করুন এই বিষয় টি নজরে আসে সেনবাগের সেচ্ছাসেবী সংগঠন ইয়াং হেল্প হিউম্যান বিডি’র। তারা প্রতিবন্ধী মনিরের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এরপার বুধবার (০১ সেপ্টেম্বর) সকালে সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের উপস্থিতিতে কিরশা চালক প্রতিবন্ধী মনিকে মিশুকের চাবি ও এক পেকেট মিষ্টি তুলে দেন। মনি তার অনুভূতি প্রকাশ করে বলেন এখন আমি ও আমার পরিবার কে যারা নতুন চলার বাহন দিয়েছে আমি তাদের সফলাতা কামনা করি।