কয়েক দিনে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে জামালপুরে যমুনা নদী ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৪৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ইসলামপুর চিনাডুলি ইউপি চেয়ারম্যান আবদুস ছালাম বলেন, বন্যা হলেই এই ইউনিয়নে পানি ঢুকে মানুষের দূর্ভোগের সৃষ্টি হয়। ইতোমধ্যে আমার ইউনিয়নের অধিকাংশ এলাকা মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
এদিকে যমুনা নদীর পানি বৃদ্ধি ফলে জেলার দেওয়ানগঞ্জ,ইসলামপুর, মেলান্দহ,মাদারগঞ্জ, সরিষাবাড়ি,বকসিগঞ্জ ও জামালপুর সদর উপজেলার নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে। এতে করে জেলার ৬৮টি ইউনিয়নের মধ্যে ২৪টি ইউনিয়ন বন্যা কবলিত হয়ে পড়েছে। জেলা ত্রান ও পূর্ণবাসন কর্মকর্তা নায়েব আলী বিষয়টি নিশ্চিত করে বলে বন্যা দুর্গতদের জন্য এ পর্যন্ত ৩৫ মেট্রিক টন চাল এবং সাড়ে ২৭ লক্ষ টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে।