জামালপুরের মেলান্দহে বিএনপি’র পাল্টা পাল্টি প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে ১ সেপ্টেম্বর বিকেল ৪টায় উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে। বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল কাদির শ্যামল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন-জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম কর্নেল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাংবাদিক নূরুল আলম সিদ্দিকী, সাবেক পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন হাওলাদার, বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান ঠান্ডা, এড. খায়রুল ইসলাম, সাবেক ছাত্রদলের সভাপতি মঞ্জুরুল কবির প্রমুখ।
অপরদিকে একই সময়ে মাহমুদপুর রোডের বিএনপি’র দলীয় কার্যালয়ে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপি’র সাবেক সহসভাপতি আ. সালাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রহিম, বিএনপি নেতা আমিনুল ইসলাম লিটন, সাবেক যুব দলের সাধারণ সম্পাদক ফজলুল কাদের হেলাল, মনোয়ার হোসেন মনু প্রমুখ।