নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর সংলগ্ন চৌমুহনী-মাইজদী প্রধান সড়কের পূর্ব পাশে ইয়াস ফুডস্ এ- গার্ডেন উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে ফিতা কেটে ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে ইয়াস ফুডস্ এ- গার্ডেন উদ্বোধন করেন বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহনাজ বেগম।
পরে ট্রাস্ট ওয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আক্তার উদ্দিন’র সহধর্মীনি ও ইয়াস ফুডস্ এ- গার্ডেন’র পরিচালক ইসরাত ফারজানা ইতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহনাজ বেগম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌমুহনী পৌর সভার মেয়র আলহাজ¦ খালেদ সাইফুল্যাহ।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, নোয়াখালী জেলা গোয়েন্দা শাখার (ডিবি ওসি ) রবিউল হক, মিরওয়ারীশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানসহ অনেকেই।
বক্তাগন বেগমগঞ্জের একলাশপুরে নিরিবিলি ও মনোরম এ পরিবেশে শিশুদের বিনোদন কেন্দ্রিক ও উন্নমানের খাওয়ার আয়োজনের কেন্দ্রটি স্থাপনে সন্তোষ প্রকাশ করে ইয়াস ফুডস্’র খাবারের গুনগতমান ঠিক রেখে পরিচালনাসহ গার্ডেনটিকে বিনোদনের উৎকৃষ্ট মাধ্যম হিসেবে রূপান্তর করে পরিচালনা করার আহ্বান জানান।
এখানে রয়েছে শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন খেলার সামগ্রী, পুকুরে প্যাডেল বোর্ড, ভাসমানা নান্দনিক কুঁড়েঘর, এরাবিয়ান হাউজ ও বিশাল সেমিনার হল।