কুড়িগ্রামে পুলিশী বাধার কারণে ঘরোয়াভাবে বিএনপি'র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার(১সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে জেলা শহরের পুরাতন পোষ্ট অফিস পাড়াস্থ দলীয় কার্যালয়ে দিবসটি উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপি'র সহ-সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোঃ হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম, জেলা কৃষক দলের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা বিএনপির সহ শিক্ষা সম্পাদক মাসুদ রানা, জেলা বিএনপির সদস্য আজিজুল হক, সাইয়েদ আহমেদ বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু হানিফ বিপ্লব, সিনিয়র সহ সভাপতি আবু দারদা হেলাল, জেলা যুব দলের সহ সভাপতি গোলাম মোস্তফা, সদর উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সম্পাদক রকিবুল হাসান রকি বকসী প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এবং বেগম জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত রাজ পথে চলমান আন্দোলন অব্যহত রাখার শপথ গ্রহণ করেন। অবিলম্বে বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় নির্বাচনের দাবী করেন।