ডিসিপিইউকে এর উদ্যোগে রংপুরে হরিজন জনগোষ্ঠির দক্ষতা, আত্ববিশ্বাস বৃদ্ধির লক্ষে লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ ও প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্র ও হরিজন জনগোষ্ঠির দক্ষতা, আত্ববিশ্বাস বৃদ্ধিকরণ প্রকল্পর আয়োজনে ৫ হরিজন প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার ও ৪ জন বৃদ্ধ মহিলাদের মাঝে ক্রার্চ বিতরন করেন প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। এ সময় প্রধান অতিথি বলেন, হরিজনদের আদি পেশার পাশাপাশি তাদের নতুন পেশায় অংশ গ্রহনসহ তাদের ছেলে মেয়েদের শিক্ষিত করে গরে তুলতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রব্বানী, রংপুর সিটি কর্পোরেশনের সচিব রাশেদুল ইসলাম, ডিসিপিইউকে রংপুর এর নির্বাহী পরিচালক নুরুল ইসলাম দুলু, এইচসি প্রকল্প সমন্বয়কারী সিসি আবদুস সামাদ, ফারজানা জামান, আসাদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।