রংপুরের পীরগাছায় মাদ্রাসা শিক্ষক স্ত্রী ও তার ভাইয়ের জনরোষে পড়ে নি:স্ব হয়ে দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় প্রবাসী স্বামী জামাল হোসেন। নিজের টাকায় স্ত্রীকে লেখাপড়া শিখিয়ে দুইটি প্রতিষ্ঠানে চাকুরী নিয়ে দেওয়ার পর দীর্ঘ ১৬ বছর প্রবাস জীবন যাপন করলেও উল্টো স্ত্রী দিয়েছে যৌতুকের মামলা। এমনকি প্রবাসী স্বামীর সব টাকা-পয়সা হাতিয়ে নিয়ে পাঠানো হয়েছে তালাক নোটির্শ। স্ত্রী রনজিনা বেগম উপজেলার তাম্বুলপুর দ্বি-মুখী দাখিল মাদ্রাসার সুপার ও তার ভাই মনিরুল ইসলাম জমানবীশ বালিকা দাখিল মাদ্রাসার সুপার। ভাই-বোনের এমন ষড়যন্ত্রের শিকার প্রবাসী জামাল হোসেন এখন সন্তানদের কাছেও লাঞ্চনার শিকার হয়ে পালিয়ে বেড়াচ্ছেন। মঙ্গলবার দুপুরে পীরগাছা প্রেসক্লাবে এসে স্ত্রী ও তার ভাইদের নামে এ অভিযোগ করেন প্রবাসী জামাল হোসেন।
অভিযোগে জানা গেছে, উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রামগোপাল গ্রামের শরিয়ত উল্লার ছেলে জামাল হোসেনের সাথে ১৯৯৭ সালে বিয়ে হয় একই গ্রামের মৃত জব্বার মুনশির মেয়ে রনজিনা বেগমের। এরপর স্বামী জামাল হোসেন স্ত্রী রনজিনা বেগমকে লেখাপড়া শিখিয়ে উপজেলা সদরের পবিত্রঝাড় কারামতিয়া ফাজিল মাদ্রাসায় সহকারি মৌলভী শিক্ষক পদে চাকুরী নিয়ে দেন। তিনি ১৯৯৯ সালে সৌদি আরবে গিয়ে ২০০৩ সালে ফিরে আসেন। আবারো ২০০৫ সালে দ্বিতীয় বার সৌদিতে যান এবং ২০১১ সালে ফিরে আসেন। এরইমধ্যে তাদের ঘরে দুইটি সন্তান জন্ম নেন। সংসারে সুখে আশায় ২০১৪ সালে ব্যাংক লোন ও জমি বিক্রি করে ১৯ লক্ষ টাকা খরচ করে স্ত্রী রনজিনা বেগমকে তাম্বুলপুর দ্বি-মুখী দাখিল মাদ্রাসায় সুপার পদে চাকুরী নিয়ে দেন তার স্বামী। স্ত্রীর চাকুরীতে এত টাকা খরচের পর দিশেহারা স্বামী ২০১৫ সালে আবার পাড়ি জমান মালদ্বীপে। দীর্ঘ ১৬ বছর প্রবাস জীবনযাপন করে সব অর্থ পাঠান স্ত্রীর নামে বিভিন্ন ব্যাংক হিসেবে। ২০২০ সালের শেষ দিকে দেশে ফিরে বেকায়দায় পড়েন জামাল হোসেন। তাকে বাড়িতে উঠতে না দিয়ে উল্টো তাড়িয়ে দেন স্ত্রী ও সন্তানরা। বাধ্য হয়ে প্রতিবেশির বাড়িতে অবস্থান করে স্ত্রীর নিকট নিজের পাঠানো টাকার হিসাব চাইলে ঘটে বিপত্তি। হিসাব চাওয়ায় গত ২২ মার্চ স্ত্রী রনজিনা বেগম, তার ভাই মনিরুল ইসলাম, জাহিদুল ইসলাম বেধড়ক মারপিট করে জামাল হোসেনকে। ওই দিনেই বাড়ির সব মালামাল ও কাগজপত্র নিয়ে ভাইয়ের বাড়িতে ওঠেন স্ত্রী। এরপর স্বামী জামাল হোসেনকে শায়েস্তা করতে মাদ্রাসা শিক্ষক ভাই-বোন মিলে দেয়া হয় যৌতুক মামলা। এদিকে প্রবাসী জামাল হোসেন স্ত্রী ও তার ভাইদের কাছে প্রতারিত হয়ে আশ্রয় নেন আদালতে। যার কেস সিআর নং-১৩৬/২১, তারিখ:০২/০৫/২০২১। যা পীরগাছা থানার এসআই ফজলুল করিম তদন্ত করে এসব প্রতারনা প্রমান পান এবং আদালতে গত ৫ আগস্ট প্রতিবেদন দেন। অপরদিকে নিজেদের এমন অপকর্ম ঢাকতে এবার জামাল হোসেনের নামে তালাক নোটির্শ পাঠান স্ত্রী রনজনিা বেগম।
মঙ্গলবার পীরগাছা প্রেসক্লাবে সাংবাদিকদের এসব বিষয়ে অভিযোগ করে প্রবাসী জামাল হোসেন বলেন, বিশ^াস করে স্ত্রীকে টাকা-পয়সা ও চাকুরী নিয়ে দিয়েছিলাম। কিন্তু তারা ভাই-বোন মিলে আমাকে নি:স্ব করে দিয়েছে। তারা আমাকে জীবন নাশের হুমকি দিচ্ছে। বেশি বাড়াবাড়ি করলে শেষ করে দিবে। ভয়ে পালিয়ে বেড়াচ্ছি। আমি আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা কামনা করছি।
এ বিষয়ে জানতে মাদ্রাসা শিক্ষক রনজিনা বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি তাকে তালাক দিয়েছি। এ ছাড়া অন্য কোন বিষয় কথা বলতে রাজি হয়নি।