রংপুর জেলা প্রশাসন ও হিন্দু ধর্মিয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আলোচনা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলেচনা সভা অনুষ্ঠানে রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলার পুলিশের সহকারি পুলিশ সুপার আশরাফুল আলম, রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারি পুলিশ কমিশনার আল ইমরান, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর জেলা কমিটির সভাপতি ধীমান ভট্টাচার্য, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর মহানগর কমিটির সদস্য সচিব এ্যাড. প্রশান্ত কুমার রায়, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বনমালী পাল সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন হিন্দু ধর্মিয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় রংপুর এর সহকারি প্রকল্প পরিচালক সঞ্জয় কুমার পাল।