রাঙ্গামাটি কলেজ গেইট এলাকার প্রভাবশালী কর্তৃক ভুমি দস্যুতা ও চাঁদাবাজির প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে কলেজ গেইট এলাকার নিবাসী নারভীন আক্তার। সোমবার (৩০ আগষ্ট) বিকেলে রাঙ্গামাটি প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভূক্তভোগীর ছোট বোন নুসরাত জাহান এবং ভাইয়ের স্ত্রী রূপা আক্তার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নারভীন আক্তার বলেন, আমানতবাগে আমার নিজ নামীয় জরিম উপর স্থিত বসতঘরে দীর্ঘদিন ধরে শান্তিতে বসবাস করে আসছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় মোঃ আবদুল হালিম ও মোঃ ফোরকানসহ তার সাথে থাকা কিছু স্থানীয় ভুমি দস্যু, চাঁদাবাজ, প্রভাবশালী ও দুষ্ট প্রকৃতির কিছু লোক আমার সাথে চরম শক্রুতায় লিপ্ত হয়েছে। আর আমার স্বামী চাকুরী সুবাদে রাঙ্গামাটি বাইরে থাকার কারণে মোঃ আবদুল হালিম ও মোঃ ফোরকান গং ও তাদের পুষ্য চাঁদাবাজ ও ভুমিদস্যুদের নিয়ে একাধিকার আবার ঘর-বাড়ি জোর কবর-দস্তি দখলের অপচেষ্টা চালিয়ে আসছে। বর্তমানে আমি যদি তাদের দাবীকৃত ৩ লক্ষ টাকা চাঁদা পরিশোধ না করি তাহলে তারা আমার ঘরবাসি দখলে নিয়ে যাবে বলে হুমকি দিচ্ছে। আর যদি বেশী বাড়াবাড়ি করি তা হলে আমার শিশু কন্যাকে গুম করে ফেলবে মর্মে হুমকি প্রদান করছে। এ ছাড়া আমার স্বামির বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাকে চাকুরীচ্যুত করবে বলে হুমকি প্রদান করে যাচ্ছে।
তিনি আরো বলেন, কিছুদিন আগে তাদের অপকর্মের ব্যাপারে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হলে এই চক্রটি সাময়িক সময়ের জন্য গা-ঢাকা দিলেও কয়েক দিন পরে আবারো তারা চাঁদাবাজি, ঘর-বাড়ি জোর কবর-দস্তি দখলে লিপ্ত রয়েছে। আমি একজন নারী হিসেবে তাদের সাথে কোন ভাবেই কুলিয়ে আসতে পারছি না। আমার বৃদ্ধ মা তাদের হুমকি-ধমকির কারণে বর্তমানে অসুস্থ হয়ে পড়েছে। আর আমার ভাই-বোনও তাদের ভীতি প্রদর্শনের কারণে আতঙ্কিত হয়ে পড়েছে। তাই মোঃ আবদুল হামিদ ও মোঃ ফোরকান গং এর অত্যাচার, নির্যাতন, হুমকি-ধমকি, ভয়-ভীতি ও চাঁদাবাজীর হাত থেকে বাঁচাতে প্রশাসনের প্রতি হস্তক্ষেপ কামনা করছি।