নোয়াখালীর সেনবাগে নানা আয়োজনে হিন্দুধর্মালম্বীদের ভগবান শ্রীকৃঞ্চের জন্মদিন (জন্মাষ্টমী) পালন করা হয়েছে। এউপলক্ষে সোমবার (৩০ আগষ্ট) বেলা সাড়ে ১১টার দিকে সেনবাগ উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার দাসের সেনবাগ পৌরসভাস্থ বাড়ির অস্থায়ী মন্দীরে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্যদিয়ে জন্মাষ্টমী অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
এরপর পূজা অর্চনা, ভক্তদের মাঝে প্রষাদ বিতরণ এবং দেশ ও জাতীর কল্যাণেবিশেষ প্রার্থনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহ্বায়ক শঙ্কর চন্দ্র মজুমদার, যুগ্ম আহ্বায়ক সুমন বনিক, যুগ্ম আহ্বায়ক শুভ দাস, যুগ্ম আহেবায়ক জনি দাস, সিদাম চন্দ্র দাস, সেনবাগ উপজেলা পূজা উদয়াপর পরিষদের সভাপতি দিলীপ কুমার দাস ও সেক্রেটারী উত্তম কুমার সাহা। এবছর করোনা মহামারীর কারণে সীমিত পরিসরে জন্মাষ্টমী অনুষ্ঠান আয়োজন করা হয়।