জাতীয় শোক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ আগস্ট দলীয় আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর আওয়ামী লীগের অনেক নেতা এবং সেনাবাহিনীর দায়িত¦শীল কর্মকর্তারা কেন যথার্থ ভূমিকা রাখতে পারেন নি? যখনই আক্রমন শুরু হয়, প্রথমে যেমন সেরনিয়াবত সাহেবের বাসায় বা শেখ মনির বাসায়, খবরটা আসার সাথে সাথে এবং আমাদের বাসায় যখন গুলি শুরু হয় বঙ্গবন্ধু কিšু‘ সবাইকে ফোন করেছিলেন। কিšু‘ বঙ্গবন্ধুকে উদ্ধারে কেউ এগিয়ে আসেননি, এর রহস্য কি?
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথার্তই বলেছেন,সেদিনের ঘটনা ঘটে যাবার পর সরকারের বিভিন্ন যন্ত্রাংশের পক্ষ থেকে কোন উদ্যেগ নেয়া হয়নি।বরং বঙ্গবন্ধু হত্যার পর পর সহযোগীদের অনেকেই বঙ্গভবনে মোস্তাকের মন্ত্রী সভায় যোগ দেয়ার জন্য লাইন দেন। অন্যদিকে শুধু ক্ষমতাশীন দল নয় দেশের বৃহত্তর রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতা-কমীদেরও দেয়া যায়নি কেনো প্রতিবাদী অবস্থায়।বিদেশে থাকার কারনে বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বেঁচে যান।
যেকোন নাগরিক খুন হলে সে ঘটনার বিচার পাওয়া প্রতিটি নাগরিকের সাংবিধনিক অধিকার।াকšু‘ অত্যন্ত দুঃখ্যজনক হলেও সত্য বঙ্গবন্ধুর সপরিবারে হত্যার বিচারের পথ ইনডেমনেটি দিয়ে রদ করে রাখা হয় দীর্ঘ দিন।জিয়া,খালেদা,এরশাদ সাশন আমলেও এই ব্যপারে কেউ উদ্যেগী হয়নি।বরং খুনিদের বিদেশে চাকরি দিয়ে এবং দেশে রাজনৈতিক দল গঠন করে পবিত্র সংসদে বসার সুযোগ করে দিয়েছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা রাস্ট্রক্ষমতায় এসে ইনডেমনেটি বিল রদ করে খুনিদের বিচারকাজ শেষ করে রায় কার্যকর করেছেন কিছু আসামী বিদেশ পলাতক রয়েছে ,তাদেরও ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে।
আজ শেখ হাসিনা দেড় দশক ধরে রাষ্ট্রীয় ক্ষমতায়, আওয়ামী লীগে এখন ঠাই নেই ঠাই নেই অবস্থা।গোটা দেশ এখন আওয়ামী লীগ হয়ে গেছে।নব্য আওয়ামী লীগারদের দাপটে ত্যাগী নেতা-কর্মীরা কোন ঠাসা।এমন পরিস্থিতিতে বিগত ১৫ আগস্টের শোক দিবসে দাবি উঠেছে,জাতির পিতা হত্যার পেছনে যেসব কুশিলবরা ছিল,তদন্ত কমিশন গঠন করে তাদের চিহ্নিত করতে হবে।আইন মন্ত্রী আনিসুল হক একটি কমিশন গঠনের কাজ শুরু করেছেন বলে জানা গেছে।যদিও আজ কমিশনের পক্ষে সত্য উদঘাটনকরা খুব কঠিন।সময়ের ব্যবধানে যারা ৭ নভেম্বরে হৈই চই করেছিল তারা এখন নৌকায় উঠেছেন।আর কিছু প্রবীন আওয়ামী লীগে নেতা বিএনপির ছায়ায় আছেন।তাবে একথা সত্যযে বঙ্গবন্ধু হত্যার বিচার ও রায় কার্যকরের সাথে নেপথ্য কারিগরদের খুঁজে বের করা জরুরি।সবাই হত্যার রাজনীতি বন্ধ করার কথা বললেও হত্যার রাজনীতি এখনও চলছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা স¦য়ং এখন পর্যন্ত ১৯ বার আক্রান্ত হয়েছেন।আল্লাহর অশেষ রহমতে তিনি বেঁচে গেছেন।জনগনের জন্য কাজ করছেন।যারা বঙ্গবন্ধু নাম ইতিহাসের পাতা থেকে মুছে ফেলতে চেযেছিল,আজ তারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছেন।আর ইতিহাসের পাতায় চিরস্থায়ী আসন গেড়েছেন স¦য়ং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।আজ তার ৭ই মার্চের ভাষন বিশ^ সম্পদ।
বঙ্গবন্ধু হত্যার পরবর্তী ঘটনা সমগ্রর বিচার বিশ্লেষন করে প্রকৃত সত্য আগামী প্রজন্মকে জানানর জন্য বের করা খুবই জরুরি। দেরিতে হলেও বিষয়টির অবতারনা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসংশা পাওয়ার যোগ্য।