বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি এ শ্লোগান কে সামনে রেখে নোয়াখালীর সেনবাগে মাছের পোনা অবমুক্ত করণের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার(২৯ আগেষ্ট) দুপুরে সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ জাফর আহম্মেদ চৌধুরী সেনবাগ উপজেলা পরিষদের সামনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করণের মধ্যদিয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম মজুমদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির, উপজেলা মৎস্য কর্মকর্তা মানস মন্ডল, পল্লী উন্নয়ন কর্মকর্তা হাছিনা আক্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী সহ সাংবাদিক ও মৎস্য চাষীরা। মাছের পোনা অবমুক্ত করণের পর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়য়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।