তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ¦ ডাক্তার মুরাদ হাসান বলেছেন,বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সপরিবারে হত্যা করা হয় স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমানকে৷ জিয়াউর রহমান শাসন ক্ষমতা হাতে নিয়ে সাংবিধানিকভাবে এই হত্যাকা-ের বিচার পাওয়ার বন্ধ করে দিয়ে জড়িতদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃতও করেন। স্বাধীনতাবিরোধীদের পুনর্বাসন করে রাজনীতি করার সুযোগ দিয়ে জিয়ার প্রতিষ্ঠিত দল বিএনপির সুসম্পর্ক বজায় রাখে।
জনগণের স্বার্থে যে কোনো কাজ বা সফলতা বর্তমান সরকার বয়ে আনুক তা বিএনপি'র সহ্য হয়না। জনগণের সঙ্গে তামাশা ছাড়া বিএনপি আর কিছুই পায়না, তারা কখন কী বলে নিজেরাও জানে না।
জামালপুরের সরিষাবাড়ী অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ এর বিদায় এবং নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা'র বরণ উপলক্ষে বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, পৌর মেয়র মনির উদ্দিনসহ বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা,ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরপর জামালপুরের সকল দপ্তরের নির্বাহী প্রকৌশলীদের সাথে সরিষাবাড়ীর উন্নয়ন কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা ও কান্দারপাড়া বাজার হতে জামতলা বাজার সড়ক উন্নয়নের উদ্বোধন করেন তিনি।