বয়স্কদের করোনা আর শিশু কিশোরদের ডেঙ্গু সংক্রমনের চলমান এ সময়ে স্বাস্থ্যখাতে একটি আনন্দ সংবাদ এসেছে। শিশুদের বুকের দুধ পান করানোয় মায়েদের সহায়তা করার ক্ষেত্রে বাংলাদেশ বিশে^র ৯৮টি দেশের মধ্যে সবচেয়ে ভালো করেছে। গত ২৩ আগস্ট ওয়াল্ড বেস্টফিডিং ট্রেন্ডস ইনিশিয়েটিভ (ডব্লিউ বিটি আই) এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ৯১ দশমিক ৫ স্কোর নিয়ে বাংলদেশ তালিকার শীর্ষে রয়েছে। প্রতিবেদন বলছে, বাংলাদেশ মাতৃদুগ্ধ পানের ক্ষেত্রে সবুজ জাতীয় মর্যাদা অর্জন করেছে। বাংলাদেশের পরেই ৯১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে শ্রীলংকা।
ওয়াল্ড বেস্টফিডিং ট্রেন্ডস ইনিশিয়েটিভ ১০টি সূচক ও কর্মসূচির ওপর ভিত্তি করে দেশ গুলোকে লাল, হলুদ, নীল ও সবুজ রংয়ের মর্যাদা দিয়ে থাকে। নব জাতক ছোট শিশুর খাবার বা ইনফ্রান্ট এন্ড ইয়াং চাইল্ড ফিডিং (আই ওয়াই সি এফ) বিষয়ে নীতিমালা প্রণয়ন ও কার্যক্রম বাস্তবায়নের ওপর ভিত্তি করে বাংলাদেশ ৯১ দশমিক ৫ স্কোর অর্জন করেছে। ২০১৫ সালে এ স্কোর ছিল ৮৬ ডব্লিউবিটি আই জানিয়েছে, নীতিমালা ও কর্মসূচির সূচকে বাংলাদেশ জাতীয় নীতি, কর্মসূচি ও সমন্বয়ে ৭, শিশু বান্ধব হাসপাতালের উদ্যোগে ৮, আন্তর্জাতিক কোড বাস্তবায়নে ৯, মাতৃত্ব সুরক্ষায় ৮ দশমিক ৫, স্বাস্থ্য ও পুষ্টি যত্মের পদ্ধতিতে ৯, মায়েদের সহায়তায় ১০, নবজাতকে খাওয়ানো ও এইচআইভিতে ১০, জরুরি অবস্থায় নবজাতককে খাওয়ানোয় ১০ এবং পর্যবেক্ষন ও মূল্যায়নে ১০ পেয়েছে।
এছাড়া চর্চার সূচকে জন্মের পরপর বুকের দুধ খাওয়ানোয় বাংলাদেশের স্কোর ৬৯ এবং একাধারে প্রথম ছয় মাসে বুকের দুধ খাওয়ানোয় ৬৫ পেয়েছে বাংলাদেশ। আমাদের আগামী প্রজন্মকে সুস্থ ও সবল রাখতে মাতৃদুগ্ধ পানের এ অর্জন দেশের মায়ের। তবে এ অর্জন রাতারাতি এসেছে ভাবলে ভুল হবে। এ অর্জন ২০০৫ সাল থেকে প্রচেষ্টার ফসল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের মা ও শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির প্রতি সরকারের উচ্চ মাত্রার অঙ্গীকারের ফসল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ক্রমাগত ভাবে বুকের দুধ খাওয়ানোর কার্যক্রম জোরদার করেছে। প্রয়োজনীয় প্রচার প্রপাকান্ডা এখনো চালাচ্ছে।
বাজারে প্রচুর বেবি ফুড রয়েছে। তার চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে অনেক মা তার সন্তানদের তা খাওয়াতে আগ্রহী হন। কিন্তু সরকারের উদ্যোগে বেবি ফুডের চেয়ে মায়ের বুকের দুধ যে অনেক উন্নত এবং মায়ের দুধের বিকল্প অন্য কিছু হতে পারে না প্রচারনায় মায়েরা সচেতন হয়েছেন এবং বুকের দুধ সন্তানকে খাওয়ানোর উৎসাহিত হয়েছেন। অন্যদিকে ভেজাল বেবি ফুড ও মেয়াদ উত্তীর্ণ বেবি ফুডের নানা খবর গণমাধ্যমে প্রকাশ হলে মায়েরা বেবিফুড বর্জন করতে আন্তরিক হয়েছেন। মায়ের দুধ সন্তানকে যতটা সুস্থ সবল রাখে এবং রোগ প্রতিরোধ করে তা না বললেও খুব সহজেই অনুমেয়। আর তাই তো সারা বিশ^ এখন বেবিফুড বর্জন করে মায়ের বুকের দুধ পানে উৎসাহিত হয়ে উঠেছে। কাজেই সন্তান প্রসবের পর মায়ের শারিরীক যতœ নেয়াও জরুরী। সুস্থ মাই পারে সুস্থ শিশুর পরিচর্যা করে সুস্থ জাতি গঠন করতে।