চট্টগ্রামের হাটহাজারী - নাজিরহাট মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় মোঃ জিয়াবুল হোসেন (৬৫)নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে মহাসড়কের মাটিয়া মসজিদ নামক স্হানে এই দুর্ঘটনা ঘটেছে। উপস্থিত লোকজন আহত অবস্থায় আহত বৃদ্ধকে করে স্হানীয় একটি ক্লিনিক নিয়ে গেলে তার আঘাত গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সড়ক দুর্ঘটনায় নিহত মোঃ জিয়াবুল হোসেন পৌরসভার দক্ষিণ মীরেরখীল গ্রামের মৃত দানু মিয়ার পুত্র। মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেক সড়ক দুর্ঘটনায় জিয়াবুলের মৃত্যুর ঘটনা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।