প্রথম বিয়ে গোপন করে দ্বিতীয় স্ত্রীর সাথে দেড় বছর ঘর-সংসার করে স্ত্রীর জমানো টাকা নিয়ে পালিয়ে গেছেন প্রতারক স্বামী। অবশেষে স্ত্রীর অধিকার আদায়ে ১০ দিন ধরে স্বামীর বাড়িতে অবস্থান নিয়ে বিচারের আশায় সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াছেন এক অসহায় কিশোরী বধু ও তার মা। অপরদিকে স্থানীয় গ্রাম্য বৈঠকে তার স্বামী-শ^শুড় বিষয়টি মেনে নিলেও এবার বাড়ি থেকে পালিয়ে গেছে ওই প্রতারক স্বামী। আর এ ঘটনাটি ঘটেছে পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের তাজতালুক গ্রামে। এ নিয়ে গ্রামবাসীদের মাঝে ক্ষোভ দেখা দিলে শনিবার ওই কিশোরী ও তার মাকে নিজ বাড়ি বি-বাড়িয়ার নবীনগরে পাঠিয়ে দিয়েছে পীরগাছা থানা পুলিশ।
স্থানীয় গ্রামবাসীরা জানান, উপজেলার ছাওলা ইউনিয়নের তাজতালুক গ্রামের নারায়ন চন্দ্রের ছেলে আপন চন্দ্র (২৫) এর প্রথম স্ত্রী তার স্বামীর বাড়ি থেকে সন্তান নিয়ে রাগ করে চলে যান। পরে তার স্বামীর আপন চন্দ্র চট্রগ্রামে একটি পোষাক কারখানায় চাকুরী নেন। সেখানে তিনি প্রথম বিয়ে কথা গোপন করে স্থানীয় কোহিনুর বেগম নামে এক মহিলার পরামর্শে বি-বাড়িয়ার জেলার নবীনগর উপজেলার রাম শিবপুর গ্রামের কিশোরী (১৯) কে বিয়ে প্রস্তাব দেন। একই কারখানার চাকুরীর সুবাদে দেখা সাক্ষাত হলেও মেয়েটির পরিবার এতে অপরগতা প্রকাশ করে। কিন্তু প্রতারক আপন চন্দ্র গ্রামের বাড়িতে তার মা-বাবা-ভাইয়ের সাথে মেয়েটির কথা বলে দিয়ে তাকে একটি মন্দিরে নিয়ে বিয়ে করেন। পরে তারা স্বামী-স্ত্রী হিসেবে ঘর-সংসার করতে থাকেন। এদিকে দীর্ঘ দেড় বছর পর গত ১৭ আগস্ট স্বামী আপন চন্দ্র দ্বিতীয় স্ত্রীর জমানো লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে কৌশলে পালিয়ে নিজ বাড়িতে চলে আসে। পরে মেয়েটির সাথে যোগাযোগ বন্ধ করে দেন। উপায়ন্ত না পেয়ে মেয়েটি গত ১৯ আগস্ট রংপুরের পীরগাছায় স্ত্রীর অধিকার আদায়ে আপন চন্দ্রের বাড়িতে চলে আসে। এ নিয়ে গত শনিবার স্থানীয় মন্দিরে একটি শালিস বৈঠক বসলে আপন চন্দ্রের মা আকালি রানী ও তার বাবা নারায়ন চন্দ্র এবং ভাই মিঠু চন্দ্র মেয়েটিকে মেনে নেন। এ সময় সমাজপতিরা নতুন করে বিয়ে ও কাবিন করার পরামর্শ দেন। কিন্তু বাড়িতে গিয়ে দেবর মিঠু চন্দ্র ও মা আকালি রানীর পরামর্শে আপন চন্দ্রকে পালিয়ে যেতে সাহায্যে করেন। এ নিয়ে মেয়েটি ও তার মা বিচারের আশায় সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরতে থাকে। এ ঘটনাকে কেন্দ্র গ্রামবাসীদের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়।
স্থানীয় যুবক আইয়ুব হোসেন বলেন, মেয়েটি গরীব হওয়ায় আমরা তাদের বিয়ে কাবিন রেজিষ্ট্রি করার জন্য চাঁদা দিয়েছিলাম। কিন্তু ছেলেটি মেয়ে ও তার পরিবারের সাথে চরম প্রতারনা করেছে। এ বিষয়ে পীরগাছা থানায় একটি অভিযোগ করা হলেও তারা মেয়েটিকে কোন সাহায্যে করেনি। উল্টো বাড়িতে পাঠিয়ে দিয়েছে।
মেয়েটির মা কান্নাজড়িত কন্ঠে বলেন, ছেলে বাপ-মা, ভাই বিয়ের আগে থেকে সব কিছু জানে। তারা প্রথম বিয়ের কথা গোপন করে এখন আমাদের সাথে অমানবিক আচরণ করছে। ১০ দিন আমরা ছিলাম, কিন্তু খেতেও দেয়নি। আমাদের বাড়ি দুরে হওয়ায় তারা আমাদের সাথে চরম প্রতারণা করছে। আমরা নিজ এলাকাতেই মামলা করব।
এ বিষয়ে জানতে চাইলে পীরগাছা থানার এসআই রায়হান উদ্দিন বলেন, বিয়েটি যেখানে হয়েছে, আর সংসার যেখানে হয়েছে আমরা সেখানেই মামলা করার পরামর্শ দিয়েছি। এলাকায় শান্তি-শৃংঙ্খলা বজায় রাখতে মা-মেয়েকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।