বেগমগঞ্জ’র হাজীপুরে জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট এর নিহতদের স্বরনে শোকসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে হাজীপুর মডেল একাডেমিতে ইউনিয়ন আঃ লীগের আহ্বায়ক কুতুব উদ্দিন মিন্টুর সভাপতিত্বে ও আজীম মির্জার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আঃ লীগের সহ-সভাপতি মোঃ সামছুল হক, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক খোরশেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ঝন্টু, কোষাদক্ষ বেলাল হোসেন, উপজেলা আঃ লীগ সদস্য, সামছু উদ্দিন, নুর উদ্দিন। ইউনিয়ন যুবলীগ সভাপতি সবুজ, স্বপন, ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম। এ সময় বক্তারা বলেন, আগামী ইউনিয় পরিষদ নির্বাচনে বাংলাদেশ আঃ লীগ মনোনিত প্রার্থী আজীম মির্জার পক্ষে কাজ করতে নেতা কর্মিদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ১৫ ই আগস্ট ও ২১শে আগস্ট নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।