বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বেগমগঞ্জ উপজেলা মৎস্য অফিস সংবাদ সম্মেলন করেছে।
শনিবার দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন জানান সরকার শনিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত ৭ (সাত) দিন মৎস্য সপ্তাহ ঘোষনা করেছে। ৭ (সাত) দিন ব্যাপি উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্য চাষিদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতী ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন সহ বিভিন্ন উপকরন বিতরন করা হবে। আগামী শুক্রবার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মনবিনিময় ও মৎস্য সপ্তাহের সমাপনী করা হবে। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রিক, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও উপজেলা মৎস্য অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।