:“বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি” এই স্লোগানে ক্ষেতলালে সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন উপজেলা মৎস্য কর্মকর্তা।
২৮ আগস্ট শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে ক্ষেতলাল উপজেলা মৎস্য দপ্তর সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসুচীর আয়োজন করেন। এ বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন উপজেলা মৎস্য কর্মকর্তা রাবেয়া ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন, ক্ষেত্র সহকারী (প্রকল্প) মিঠন এক্কা, শামসুল আলমসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।