‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্য’কে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহে সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গণমাধ্যম কর্মীদের অবহিত করেন কালাই উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম।
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপনের কর্মসূচির মধ্যে রয়েছে-২য় দিনে রোববার জেলা প্রশাসন সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্তি, স্থানীয় পর্যয়ে সফল চাষীদের পুরস্কার প্রদান, উপজেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জলাশয়ে পোনা অবমুক্ত ও মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি,সাফল্য বিষয় নিয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন। ৩য় দিনে সোমবার উপজেলার মৎস্যচাষী ও মৎস্যজীবীদেও সঙ্গে স্বাস্থ্যবিধি অনসরণপূর্ণক মতবিনিময় সভা। ৪র্থ দিনে মঙ্গলবার উপজেলায় গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্যচাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবাসহ পুকুরের মাটি ও পানি পরীক্ষা করা। ৫ম দিনে বুধবার মৎস্য সেক্টরে বর্তমান অগ্রগতি ও সাফল্য বিষয় নিয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা। ৬ষ্ঠ দিনে বৃহস্পতিবার উপজেলার সুফলভোগীদের প্রশিক্ষন ও মৎস্যখাদ্যসহ বিভিন্ন উপকরন বিতরণ ও ৭ম দিনে শুক্রবার জেলা প্রশাসন সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে উপজেলার কর্মকর্তাগণের সাথে মতবিনিময়সভা ও জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপনের সমাপনী ঘোষনা।
এসময় উপস্থিত ছিলেন কালাই উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী দেওয়ান মো.আল-আমীন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আমিনুল ইসলাম, উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি মো.লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক আমির উদ্দিন, দৈনিক ভোরের দর্পণ-এর কালাই উপজেলা প্রতিনিধি মো. মামুনুর রশিদ প্রমুখ।