শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রহঃ)'র হত্যার বিচারের দাবিতে বাংলাদেশ ইসলামি ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনা হাটহাজারী উপজেলা ও পৌরসভা শাখার ব্যবস্থাপনায় আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল গত শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
উপজেলা ইসলামি ফ্রন্টের সভাপতি জননেতা অধ্যাপক মুহাম্মদ গিয়াস উদ্দীনের সভাপতিত্বে ও যুবসেনা পৌরসভার অর্থ সম্পদক যুবনেতা মুহাম্মদ নাছির উদ্দীন (রুবেল)এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাটহাজারী দরবার শরীফের শাহাজাদা জনাব স.ম. এনাম,প্রধান বক্তা ছিলেন যুবসেনা চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মাষ্টার মুহাম্মদ ইছমাইল
আলোচনায় অংশ নেন জননেতা মাওলানা ইকবাল আলকাদেরী, মাওলানা মাসরুফ কাদেরী,আলহাজ¦ হারুন সওদাগর,মাওলানা মনিরুল রহমান খসরু,মুহাম্মদ নুরুল ইসলাম, মুহাম্মদ সেকান্দর মিয়া,মুহাম্মদ আবদুল মাবুদ আইয়ুব,মুহম্মদ বাবুল হক,মাওলানা নুরুল আমিন হোসাইনী, মুহাম্মদ আবদুল হালিম, মাওলানা আবদুল হামিদ আরজু,সৈয়দ মুহাম্মদ নেজাম উদ্দীন,মুহাম্মদ ইব্রাহিম,মাওলানা শেখ তাজুল ইসলাম, মুহাম্মদ ওসমান গনী বাবলু,মুহাম্মদ আলি আজগর, ডা.মুহাম্মদ জাহেদ,মাওলানা মুহাম্মদ আলি,মাওলানা আনছার উল্লাহ, মাওলানা শাহাজান কাদেরী,মাওলানা নাঈম রেজা কাদেরী,ছাত্রনেতা মুহাম্মদ হেলাল উদ্দীন, মুহাম্মদ আলাউদ্দীন, মুহাম্মদ জাবেদ,মুহাম্মদ মহি উদ্দিন মহিন,মুহাম্মদ জোনায়েদ আরফাত,মাওলানা হাসান রেজা,মুহাম্মদ আলি আকবর,মুহাম্মদ হোসেন সিরাজী,মুহাম্মদ ফোরকান,মাওলানা সোলাইমান প্রমুখ।
বক্তারা বলেন, ২০১৪ সালে ছাত্রসেনার পক্ষ থেকে ফারুকী হত্যায় নাম-ঠিকানা দিয়ে বিভিন্ন টিভি চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানে উগ্রবাদী দর্শন প্রচারকারী ছয় উপস্থাপকের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছিল। তারাই ফারুকীকে হত্যা করিয়েছেন। কিন্তু তাদের গ্রেপ্তার তো দূরের কথা জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি পুলিশ।
বক্তারা বলেন, মামলায় বর্ণিত ছয় টিভি উপস্থাপককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে শুধু ফারুকী হত্যা নয় দেশজুড়ে জঙ্গীবাদ বিস্তারের অনেক তথ্যও উঠে আসতে পারে।
বক্তারা আরো বলেন, আল্লামা ফারুকী হত্যার বিচার বিলম্বিত হওয়ায় দেশে জঙ্গীবাদের উত্থান ঘটেছে।
আলোচনা সভা শেষে বিক্ষোভ মিছিলটি ইমাম শেরে বাংলা (রহ.)মাজার এর সামনে থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড,হাটহাজারী বাজার প্রদক্ষিণ করে মাজার প্রাঙ্গণে এসে সমাপ্তি হয়।