আসন্ন সনাতনী সম্প্রদায়ের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আগামী ৩০ আগস্ট সোমবার চট্টগ্রামের হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যেগে দিনব্যাপী ব্যাপক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
শুক্রবার বিকেলে হাটহাজারী সাংবাদিকদের সাথে জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সংগঠনের কার্যালয়ে মতবিনিময় করেছেন। মতবিনিময় অনুষ্ঠানে আসন্ন জন্মাষ্টমী অনুষ্ঠানে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব এবং কর্মসূচি সাংবাদিকদের নিকট তুলে ধরেন পরিষদের সভাপতি কল্যাণ পাল।
কর্মসূচি মধ্যে রয়েছে দেশ, জাঁতি ও বিশ্ব মঙ্গল কামনায় গীতা পাঠ, ধর্মীয় আলোচনা সভাসহ দুঃস্ত ও অসহায় মানুষের মাঝে ত্রান বিতরণ এবং শ্রীকৃষ্ণের পূজা অর্চনা।
এ সময় উপস্থিত ছিলেন জন্মাষ্টমী পরিষদের প্রধান সমন্বয়ক শিক্ষক নেতা শিমুল মহাজন, প্রধান উপদেষ্টা ডঃশিপক নাথ, প্রধান পৃষ্ঠাপোষক লিটন মহাজন, উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক দীপন দাশ, সিনিয়র সহসভাপতি ডাঃ অসীম দাশ গুপ্ত, তপন পাল, সাংবাদিক শ্যামল নাথ, লিটন পালিত, ছোটন দাশ, সচিব মুন্সি বিশ্বজিৎ দে, ডাঃ জগদীশ চক্রবর্তী,সাংবাদিক সুমন পল্লব, বিধান বনিক, নটরাজ চৌধুরী, এ্যাড. কৃঞ্চ প্রসাদ নাথ, বিশ্বজি নাথ,, চন্দন নাথ।