রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ২৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সঙ্গে সুস্থ হয়েছেন ৩০৬ জন। একদিনের ব্যবধানে শনাক্ত ও সুস্থতা কমেছে। বেড়েছে মৃত্যু।
এর আগে বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিভাগে করোনায় তিনজনের মৃত্যু হয়। করোনা শনাক্ত হয় ২৬৯ জনের।
এ নিয়ে গেল ২৭ দিনে বিভাগে করোনায় ২৬০ জনের মৃত্যু হয়েছে। গড় হিসাবে প্রতিদিন বিভাগে ১০ জনের প্রাণহানি ঘটছে।
শুক্রবার (২৭ আগস্ট) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, নতুন মৃতদের মধ্যে রংপুরের চারজন ও ঠাকুরগাঁও জেলার একজন রয়েছেন।
এ সময় ১ হাজার ৩২০ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে। এতে গাইবান্ধার ৮২ জন, রংপুরের ৫৬, দিনাজপুরের ৩৪, ঠাকুরগাঁওয়ের ২৪, লালমনিরহাটের ১৬, পঞ্চগড়ের ১৩, কুড়িগ্রামের ১৩ ০ নীলফামারী জেলার ৬ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৮ দশমিক ৪৮।
নতুন পাঁচজনসহ রংপুর বিভাগে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৮০ জনে। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে আছে দিনাজপুর। এ জেলায় সর্বোচ্চ ৩১৬ জন মারা গেছেন। আর দ্বিতীয় সর্বোচ্চ ২৭৯ জনের মৃত্যু হয়েছে বিভাগীয় জেলা রংপুরে। জেলা হিসেবে সবচেয়ে কম ৬২ জন মারা গেছেন লালমনিরহাটে। এ ছাড়া ঠাকুরগাঁওয়ে ২৩৭, নীলফামারীতে ৮৫, পঞ্চগড়ে ৭৪, কুড়িগ্রামে ৬৬ ও গাইবান্ধায় ৬১ জন মারা গেছেন।
গত বছরের মার্চে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত বিভাগে মোট ২ লাখ ৫৩ হাজার ১৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫২ হাজার ৭৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৪৬ হাজার ৬৯৮ জন।
এদিকে যতই দিন যাচ্ছে শহরে-গ্রামে লঙ্ঘিত হচ্ছে স্বাস্থ্যবিধি। সঙ্গে বাড়ছে করোনার সংক্রমণ ঝুঁকি। হাটবাজার থেকে গণপরিবহন কোথাও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। হাসপাতালগুলোতে করোনা রোগী ভর্তির চাপ কমেছে। তবে করোনার উপসর্গ নিয়ে প্রতিদিন পাঁচ-সাতজনের মৃত্যু হলেও তা হিসেবে ধরছে না স্বাস্থ্যবিভাগ।
করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।