শুক্রবার সকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছালাখুর গ্রামের একটি ধান ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের (২২) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
স্থানীয় কুসুম্বা ইউপি চেয়ারম্যান মোক্তার মন্ডল জানান, শালাইপুর- হিলি রোডের ছালাখুর গ্রামের ধান ক্ষেতে বৃহস্পতিবার দিবাগত রাতের কোন একসময় কে বা কাহারা যুবটিকে শ্বাসরোধে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়। সকালে স্থানীয় লোকজন লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। পাঁচবিবি থানার কর্মকর্তা ইনচার্জ পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ সময় লাশের পাশ থেকে একটি গামছা উদ্ধার করা হয়।