ধর্ষণের সর্চোচ্চ শাস্তি মৃত্যু দন্ড করা হলেও দেশে ধর্ষণ ও নারী নির্যাতন ক্রমবর্ধমান হারে বাড়ছে। এ থেকে যেন নারীদের রেহাই নাই। বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র বলছে, গত তিন বছরে নারী নির্যাতনের মধ্যে ধর্ষণ অস্বাভাবিক হারে বেড়েছে। ২০১৮ সালের তুলনায় ২০২০ সালে ধর্ষণ বেড়েছে ১২২ শতাংশ। ২০১৮ সালে ৭৩২টি, ২০১৯ সালে ১ হাজার ৪১৩টি এবং ২০২০ সালে ১ হাজার ৬২৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এমনই পরিস্থিতির মধ্যে পুলিশের সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার শিকার দিনাজপুরের ইয়াসমিনকে স্মরন করে ২৪ আগস্ট ‘নারী নির্যাতন প্রতিরোধ দিবস’ হিসেবে পালন করা হয়। ১৯১৫ সালের এদিনে ঢাকা থেকে দিনাজপুরে বাড়ির উদ্দেশ্যে যাওয়া কিশোরিটি ভোর রাতে বাস থেকে নামে দশমাইল রোডে। বাড়ি পৌছে দেওয়ার কথা বলে তাকে টহল পুলিশ পিকআপে তুলে নেয়। তারপর ধর্ষণের পর হত্যা করে তিন পুলিশ সদস্য। এ ঘটনার প্রতিবাদ প্রতিরোধে সারা দেশে দাবানলের মত ছড়িয়ে পড়ে আন্দোলন সংগ্রাম। যা দমন করতে পুলিশের গুলিতে ৭ জন প্রাণ হারান। সাত ভাই চম্পার মতোই ইয়াসমিনের ধর্ষণ বিরোধী প্রতিক রূপ নেয়। শেষ পর্যন্ত ২০০৪ সালে দোষি তিন পুলিশ সদস্যের মৃত্যু দন্ড কার্যকর হয়।
এখনো নারী নির্যাতনের ভয়াবহতা ও একই সাথে সম্মিলিত প্রতিবাদের প্রতিক হয়ে রয়েছে ইয়াসমিন। তাই তো ইয়াসমিন ধর্ষণ ও হত্যা দিবসটি আজ ‘নারী নির্যাতন প্রতিরোধ দিবস’ হিসেবে পালিত হচ্ছে প্রতি বছর। কিন্তু দু:খজনক হলেও সত্য ধর্ষণ বা নারী নির্যাতনের হার কমেনি। বরং বেড়েছে পাল্লা দিয়ে। শর্ষের মাঝে ভূত বসবাস করার মতোই তৃনমুলে আইন প্রয়োগকারী সংস্থা পুলিশ সদস্যরাও ধর্ষণের মতো অপরাধের সাথে জড়িয়ে পড়েছেন। তথ্যানুসারে ২০১৮ সালে ৪ জন, ২০১৯ সালে ৩ জন, ২০২০ সালে ৪ জন এবং চলতি বছরের এখন পর্যন্ত ৪ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ২০১৯ সালের ফেব্রুয়ারীতে মানিকগঞ্জের সাটুরিয়া থানায় দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়। তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা পুলিশের ওই দুই সদস্যকে অভিযুক্ত করে অভিযোগ পত্র দিয়েছেন। মামলামাটি চলমান রয়েছে। অভিযুক্তরা চাকুরী থেকে অব্যাহতি পেয়েছেন। অন্যদিকে এ বছরের মে মাসে ভারত থেকে দেশে ফেরা এক বাংলাদেশি নারী খুলনার একটি আইসোলেশন কেন্দ্রে কোয়ারেন্টিনে থাকার সময় এক পুলিশ সদস্যের ধর্ষণের শিকার হন। ওই মহিলার ডিএনএ টেস্টের প্রতিবেদনের অপেক্ষায় এখন পর্যন্ত অভিযোগ পত্র দেওয়া হয় নি। তবে আসামী কারগারে আছে।
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যু দন্ডের বিধান রেখে গত বছরের ১৩ আক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধন আনে সরকার। অবশ্য এ দাবি জানিয়ে আন্দোলন সংগ্রাম করেছে সুধি সমাজ। কিন্তু আইন করার পরও ধর্ষন থামা তো দুরের কথা ধর্ষণের হার কমেও নি। পাল্লা দিয়ে বেড়েছে অন্যান্য নারী নির্যাতনও। আসলে আইন এক ধরনের সুরক্ষা বোধ তৈরী করলেও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে তা খুব একটা প্রভাব ফেলতে পারে নি। আইনের কার্যকারিতা দৃশ্যমান হলেই নারী নির্যাতনের সংখ্যা কমবে। অন্যদিকে ফৌজদারি বিচার প্রক্রিয়ায় প্রধান বাধা হচ্ছে, পুলিশ প্রমানগুলো যথাযথভাবে সংগ্রহ করতে পারে না। এতে আসামী খালাস পেয়ে যায়। এছাড়া সাক্ষীদের সুরক্ষা না থাকায় মামলার প্রধান সাক্ষীদেরও অনেক সময় আনা যায় না। মামলা করার পরও ১০ শতাংশের বেশি সাজা নিশ্চিত করা যায় না। দরিদ্র নারীদের ক্ষেত্রে সাক্ষীকে আদালতে আনা খুব বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়। কারন ওই সাক্ষীরা ভাসমান হয়ে থাকেন, নিদিষ্ট ঠিকানা না থাকায় তাদের খুঁজে পাওয়া যায় না। দীর্ঘদিন সাক্ষীর অনুপস্থিতিতে আসামীরা জামিন পেয়ে যান।
নারী নির্যাতন বন্ধের যে প্রত্যাশা ও লক্ষ্য নিয়ে ইয়াসমিনকে স্মরন করা হয়, সেই লক্ষ্য অর্জন থেকে দেশ এখনো অনেক দুরে। নারীর প্রতি শ্রদ্ধাশীল না থাকায় সামাজিক দৃষ্টি ভঙ্গি থেকে বহু মাত্রায় নারী নির্যাতনের ঘটনা ঘটে। তাই নারী নির্যাতন প্রতিরোধ দিবসের তাৎপর্য এখন পর্যন্ত অর্থবহ হয়ে উঠতে পারে নি। সময় এসেছে সচেতন হবার। বন্ধ হোক ধর্ষণ আর নারী নির্যাতন।