চট্টগ্রামে বুদ্ধি প্রতিবন্ধী নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে ধামা ইউসুফ নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার নগরীর পতেঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২০ আগস্ট ধামা ইউসুফের বিরুদ্ধে তার স্ত্রী নিজের মেয়েকে ধর্ষণের মামলা দায়ের করেন। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার পর ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মামলায় ইউসুফের বিরুদ্ধে তার বড় মেয়েকে যৌন নিপীড়ন ও মেঝো মেয়েকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।