দিনাজপুরের নবাবগঞ্জ থেকে অবৈধ ১০১ বোতল ফেন্সিডিলসহ ইদ্রিস আলী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৩। বৃহস্পতিবার (২৬ আগস্ট ) দুপুরে র্যাব-১৩ রংপুর এর ফ্লাইট লেফটেনেন্ট সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ এ তথ্য জানান।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, বুধবার (২৫ আগস্ট) রাতে র্যাব-১৩ ব্যাটালিয়ন সদর এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ উপজেলার দলার দরগা বাজারস্থ রানীগঞ্জ বাজার টু বিরামপুর বাজারগামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এ সময় ১০১ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী ইদ্রিস আলীকে (৩০) আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দিনাজপুরের বাসিন্দা ইদ্রিস আলী দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে নিজের জড়িত থাকার করা স্বীকার করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নবাবগঞ্জ থানায় মামলা করা হয়েছে। সেখানে তাকে হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা।