ঝিনাইদহ কালীগঞ্জে ওয়ারেন্টভূক্ত বিপ্লব হোসেন মন্ডল (২৫) নামে এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র্যাব-৬। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে কালীগঞ্জ ধানসিঁড়ি হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়। সে জীবননগর শহরের পোষ্ট অফিস পাড়ার বিশারত আলী মন্ডলের ছেলে।
বিপ্লব হোসেন মন্ডল একটি মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি হয়ে দীঘূদিন পালিয়ে বেড়াচ্ছিল। তার বিরুদ্ধে বরিশাল অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত এর জিআর নং ১৬১/১২ এবং পারিবারিক মামলা নং ২১/১৫ আসামী। সে দীর্ঘদিন যাবত পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।