রংপুর বিভাগে করোনায় মৃত্যু ও শনাক্ত কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনা আক্রান্ত আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে সুস্থ হয়েছেন ৭৫৭ জন। এর আগে বুধবার (২৫ আগস্ট) বিভাগে করোনায় সাতজনের মৃত্যু হয়। করোনা শনাক্ত হয় ১০৭ জনের।
এ নিয়ে গেল ২৬ দিনে বিভাগে করোনায় ২৫৫ জনের মৃত্যু হয়েছে। গড় হিসাবে প্রতিদিন বিভাগে ১০ জনের প্রাণহানি ঘটছে। তবে মৃত্যু ও শনাক্ত কমার সঙ্গে বেড়েছে সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেলে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন মৃতদের মধ্যে রংপুর, কুড়িগ্রাম ও ঠাকুরগাঁও জেলার একজন করে রয়েছেন।
এ সময় ১ হাজার ৫২৭ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২৬৯ জনের। এতে রংপুরের ১০৪ জন, গাইবান্ধার ৩১, পঞ্চগড়ের ৩০, ঠাকুরগাঁওয়ের ২৯, দিনাজপুরের ২৭, কুড়িগ্রামের ২৩, লালমনিরহাটের ১৯ ও নীলফামারী জেলার ৬ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৭ দশমিক ৬২।
নতুন তিনজনসহ রংপুর বিভাগে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৭৫ জনে। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে আছে দিনাজপুর। এ জেলায় সর্বোচ্চ ৩১৬ জন মারা গেছেন। আর দ্বিতীয় সর্বোচ্চ ২৭৫ জনের মৃত্যু হয়েছে বিভাগীয় জেলা রংপুরে। জেলা হিসেবে সবচেয়ে কম ৬২ জন মারা গেছেন লালমনিরহাটে। এ ছাড়া ঠাকুরগাঁওয়ে ২৩৬, নীলফামারীতে ৮৫, পঞ্চগড়ে ৭৪, কুড়িগ্রামে ৬৬ ও গাইবান্ধায় ৬১ জন মারা গেছেন।
গত বছরের মার্চে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত বিভাগে মোট ২ লাখ ৫১ হাজার ৮৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫২ হাজার ৪৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে এখন পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৪৬ হাজার ৩৯২ জন।
এদিকে যতই দিন যাচ্ছে শহরে-গ্রামে লঙ্ঘিত হচ্ছে স্বাস্থ্যবিধি। সঙ্গে বাড়ছে করোনার সংক্রমণ ঝুঁকি। হাটবাজার থেকে গণপরিবহন কোথাও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। হাসপাতালগুলোতে করোনা রোগী ভর্তির চাপ কমেছে। তবে করোনার উপসর্গ নিয়ে প্রতিদিন পাঁচ-সাতজনের মৃত্যু হলেও তা হিসেবে ধরছে না স্বাস্থ্যবিভাগ।
করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।