জামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাত থেকে পাটের গুদামঘরে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এতে সাত ব্যবসায়ীর অন্ততঃ ১০ লক্ষাধিক টাকার পাটসহ গুদামঘর পুড়ে গেছে।
বুধবার (২৫ আগস্ট) রাতে প্রবল বৃষ্টিপাত শুরু হলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রিজ সংলগ্ন গুদামে এ দূর্ঘটনা সংঘটিত হয়।
স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত ১০টার দিকে ভারি বৃষ্টি শুরু হলে প্রচ- বজ্রপাত হতে থাকে। একপর্যায়ে বিকট শব্দে বয়ড়া ব্রিজ সংলগ্ন পাটের গুদামঘরে বজ্রপাত হলে মুহূর্তেই আগুন ধরে যায়। এতে ঘরের সমস্ত পাটসহ গুদামঘরটি পুড়ে ছাই হয়।
খবর পেয়ে ফায়ারসার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনলেও ক্ষয়ক্ষতির হাত থেকে পাটগুলো রক্ষা করা যায়নি।
পাট ব্যবসায়ী আক্তারুজ্জামান, উজ্বল মিয়া, একাব্বর হোসেন, আফজাল হোসেন, শাহীন হোসেন, ফরহাদ ফকির ও ইসরাইল জানান, গুদামঘরে প্রায় ৭ শতাধিক মণ পাট ছিল। যার বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা। অগ্নিকাণ্ডে বেশিরভাগ পাট পুড়ে গেছে।
এব্যাপারে সরিষাবাড়ী ফায়ারসার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান জানান, ফায়ারসার্ভিসের দুইটি ইউনিট মধ্যরাত পর্যন্ত কাজ করে আগুন নিয়ন্ত্রণ আনে। যে পরিমাণ পাট পুড়ে গেছে, সে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ লাখ টাকা।