পীরগাছায় এক শিশু পুকুরে ডুবে রহস্যজনক ভাবে মৃত্যু হওয়ার ঘটনায় এক মহিলাকে আটক করেছেন থানা পুলিশ। এ ব্যাপারে ওই মহিলাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানাগেছে, উপজেলার পারুল ইউনিয়নের অভিরাম (ছিদাম) গ্রামের আবদুল আজিজ (৯) নামের এক শিশু গত বুধবার দুপুরে নিখোঁজ হয়। পর তাকে খুঁজে না পেয়ে প্রতিবেশি ও আত্মীয় সজনদের মাঝে সন্দেহ দেখা দিলে ওই গ্রামের ফয়েজ উদ্দিন চৌধুরীর পুকুরে খোঁজাখুঁজির পর তার মৃত্যদেহ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে পীরগাছা থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে এসে তাদের মাঝে সন্দেহ দেখা দিলে ওই মৃত শিশুর চাচী নাজমা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়।
মৃত ওই শিশু অভিরাম গ্রামের ( ছিদাম) পরিবহন চালক ওসমান গণির একমাত্র পুত্র। মৃত শিশু আবদুল আজিজ তার মাকে হারিয়ে তার দাদীর কাছে প্রতিপালন হয়ে আসার এক পর্যায় এই ঘটনাটি ঘটে।
এব্যাপারে ওসি (তদন্ত) আবদুস শুকুর মিয়া ঘটনার সত্যতা স্বীকার জানান, শিশুর মৃতটি রহস্যজনক হওয়ায় তার চাচী নাজমা বেগম কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।