জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে ভারতকে ছাড়িয়ে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। শুধু তাই নয়, বৈশ্বিক তালিকায় ৬৫তম স্থান থেকে বাংলাদেশ ৩৮তম স্থানে উঠে এসেছে। এস্তোনিয়াভিত্তিক ই-গভর্ন্যান্স একাডেমি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাইবার নিরাপত্তা সূচকে ২৭ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। ৫৯.৭৪ নম্বর পেয়ে সার্ক দেশগুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ। মৌলিক সাইবার হামলা প্রতিরোধের প্রস্তুতি, সাইবার ঘটনা, অপরাধ ও বড় ধরনের সংকট ব্যবস্থাপনায় তৎপরতা মূল্যায়ন এবং নিরাপত্তা ও ডিজিটাল উন্নয়ন পরিস্থিতি বিবেচনায় নিয়ে তৈরি করা এ সূচকে বিশ্বের ১৬০টি দেশের মধ্যে বাংলাদেশ এ বছর উঠে এসেছে ৩৮তম স্থানে। সাইবার নিরাপত্তায় বাংলাদেশের সক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এটা তারই স্বীকৃতি। সাইবার অপরাধ ও সাইবার নিরাপত্তা বর্তমানে বিশ্বের সর্বাধিক আলোচিত বিষয়। প্রযুক্তির উৎকর্ষ ঘটেছে। ভার্চুয়ালজগতে বিচরণের কারণে বদলে যাচ্ছে মানুষের জীবনাচার, চিন্তাজগৎ ও মনোবৃত্তি। ভিন্ন প্রকৃতির অপরাধ প্রবৃত্তিও তৈরি হচ্ছে। হ্যাকিং, সাইবার বুলিং, ই-মেইল স্পাম, অনলাইন কেলেঙ্কারি ঘটে। প্রতারণা, পরিচয় ও তথ্য চুরি, ক্লাউড থেকে তথ্য চুরি, ই-কমার্স ও অনলাইন ব্যবসায় প্রতারণা, বিভিন্ন সেক্সুয়াল সাইটে নারী ও শিশুদের অপব্যবহার, বিদ্রƒপাত্মক মন্তব্যসহ নানা ধরনের সাইবার অপরাধ সংঘটিত হচ্ছে। ইলেকট্রনিক মানি লন্ডারিং, অপরাধমূলক ষড়যন্ত্র, সাইবার সন্ত্রাসÑএসব তো আছেই। বিশ্বজুড়ে যখন সাইবার সন্ত্রাস ও হ্যাকিং বাড়ছে, তখন অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সাইবার নিরাপত্তা। সাইবার নিরাপত্তায় বাংলাদেশের সক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা আন্তর্জাতিক পরিম-লে স্বীকৃতি লাভ করছে। এ ধরনের স্বীকৃতি আমাদের সাইবার হামলা প্রতিহত করতে উৎসাহিত করবে এবং সাইবার নিরাপত্তায় বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে।
একটা সময়ে যে ডিজিটাল বাংলাদেশ নিয়ে ব্যঙ্গ করা হতো, সেটাই এখন বাস্তবতা। এখন আমাদের সাইবার অপরাধ নিয়ন্ত্রণে কাজ করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যসূচিতে, বিশেষ করে উচ্চশিক্ষায় সাইবার এথিকস ও সাইবার সাইকোলজি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা ও পর্যাপ্ত গবেষণা করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। উচ্চশিক্ষায় ‘সাইবার ল’ বা ‘ইন্টারনেট ল’ অন্তর্ভুক্তির পক্ষেও তাঁদের মত রয়েছে। এর পাশাপাশি শিক্ষার্থীদের সাইবার ক্রাইমের ইতিহাস পড়ানো যেতে পারে। সাইবার অপরাধ নিয়ন্ত্রণ করে ডিজিটাল বাংলাদেশের সাইবার নিরাপত্তায় বর্তমান অবস্থান ধরে রাখতে হবে।