জয়পুরহাটের কালাই আমন ধানক্ষেতে বালাই নাশক কীটনাশক স্প্রে করতে গিয়ে বেলাল হোসেন (৪৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে ভূগোইল গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত কৃষক উপজেলার পুনট ইউনিয়ের ভূগোইল গ্রামের ছফির উদ্দিনের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক বেলাল হোসেন আমন ধান ক্ষেতে পোকায় আক্রমণ করায় তিনি সকালে স্থানীয় বাজার থেকে কীটনাশক কিনে আনেন। বুধবার দুপুরের দিকে স্প্রে মেশিনে কীটনাশক মিশ্রিত পানি ভর্তি করে ধানক্ষেতে প্রয়োগ করার জন্য যান। তিনি মুখে মুখোশ না দিয়ে ধানক্ষেতে কীটনাশক স্প্রে করা শুরু করেন। কীটনাশক স্প্রে করার সময় ভ্যপসা গরম ও দমকা হাওয়া বইতে শুরু করলে কীটনাশক মিশ্রিত পানি তার নাক, মুখ ও চোখে পড়ে। স্প্রে করা অবস্থায়ই কৃষক বেলাল হোসেন ধানক্ষেতে লুটিয়ে পড়েন। ঘটনাটি আশেপাশের লোকজন দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক এই বিষয়টি নিশ্চিত করেছেন।