নোয়াখালীর সেনবাগ উপজেলার প্রগতি সাংস্কৃতিক গোষ্ঠির ৩৮তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে দুইদিন ব্যাপী (কোভিড ১৯) ফ্রি করোনা টিকার রেজিষ্ট্রেশন ও মাক্স বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৫ আগেষ্ট) দুপুরে সেনবাগ পৌরশহরের থানা মোড়ে ওই কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগ নেতা ও পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আলী আক্কাস রতন। এ সময় উপস্থিত ছিলেন, প্রগতি সাংস্কৃতিক গোষ্ঠির আহ্বায়ক মাষ্টার হারুনুর রশিদ, যুগ্ম আহ্বায়ক আবু জাহের জুয়েল, সেনবাগ পৌরসভার প্যানেল মেয়র-২ ও সেনবাগ প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম, প্রগতির সাবেক সভাপতি বসন্ত বনিক, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাজেদুল হক তানভির, ছাত্রলীগ নেতা আবু শোয়ায়েব, প্রগতি সাঙস্কৃতিক গোষ্ঠির সদস্য আমির হোসেন লিটন, আবু ইউসুফ জীবন, মোজাম্মেল হক, আবদুল জব্বার রিপন, নাজমুল ইসলাম মানিক, ড. আবু নাছের, আবদুল মান্নান বাবলু, ওয়ালী উল্লাহ, মোহাম্মদ হারুন। উদ্বোধন শেষে অতিথি ও ক্লাবের সদস্যরা শহেরর সর্ব সাধারণের মাঝে মাক্স বিতরণ করে।