দুই দশক আগে আত্মঘাতী বোমা হামলার মধ্য দিয়ে দেশে জঙ্গিবাদের উত্থান দৃশ্যমান হয়। শুরুর দিকে পল্টন ময়দানে সিপিবির সমাবেশে, রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে, ময়মনসিংহে সিনেমা হলে এবং আরো কিছু জায়গায় বোমা হামলা চালায় জঙ্গিরা। এরপর বাংলা ভাইয়ের উত্থান ঘটে। জঙ্গিরা তাদের অস্তিত্বের সবচেয়ে বড় জানান দেয় ২০০৫ সালের ১৭ আগস্ট একযোগে ৬৩ জেলায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে। এরপর কিছুদিন তাদের কর্মকা- থেমে ছিল। ২০১৩ সালে একটু ভিন্নভাবে আবার সক্রিয় হয় তারা। ব্যক্তিবিশেষকে টার্গেট করে চাপাতি হামলা চালাতে শুরু করে তারা। কোথাও কোথাও আত্মঘাতী বোমা হামলার কৌশলও প্রয়োগ করা হয়। এ পর্বের সবচেয়ে বড় ঘটনাটি ঘটানো হয় ২০১৬ সালের ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয়। ওই হামলায় ১৭ বিদেশিসহ ২০ জন নিহত হন। এরপর জঙ্গি নির্মূলে সরকারের ভূমিকা স্পষ্ট ও জোরালো হয়। বেশ কিছু জঙ্গি আস্তানায় র্যাব-পুলিশ অভিযান চালায়। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীগুলোর লাগাতার অভিযান, নজরদারি ও ধরপাকড়ে সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ে জঙ্গি গোষ্ঠীগুলো। এর পরও আড়ালে-আবডালে নানাভাবে সংগঠিত হওয়ার চেষ্টা থেমে ছিল না। সম্প্রতি আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের পটভূমিতে জঙ্গি হানার বিষয়টি আবার সামনে চলে এসেছে।
গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে প্রকাশিত খবরে বলা হয়েছে, দেশকে অস্থিতিশীল করতে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনগুলোর সদস্যদের নেপথ্যে থেকে উসকানি দিচ্ছে সরকারবিরোধী একটি বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠী। তাদের সঙ্গে রয়েছে কয়েকটি কথিত ইসলামি দল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ইংরেজি ভাষায় পারদর্শী ব্যক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তৎপর তরুণদের সংগঠনে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। করোনা পরিস্থিতিতে মাঠ পর্যায়ে জঙ্গি সংগঠনগুলো নিজেদের মধ্যে যোগাযোগ বাড়িয়েছে। বিশেষ করে আইএস মতাদর্শের জঙ্গি সংগঠন নব্য জেএমবি স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি নানা হামলার ছক কষছে। একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরই পুলিশকে লক্ষ্য করে শক্তিশালী আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণ ঘটাতে চেয়েছিল নব্য জেএমবি। কিন্তু আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতায় তা পারেনি।
সম্প্রতি গ্রেপ্তার করা বেশ কয়েকজন জঙ্গি সদস্যকে জিজ্ঞাসাবাদে গোয়েন্দা সংস্থাগুলো জানতে পেরেছে, দেশকে অস্থিতিশীল করতে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনগুলোর সদস্যদের নেপথ্যে থেকে উসকানি দিচ্ছে সরকারবিরোধী একটি বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠী। তাদের সঙ্গে রয়েছে কয়েকটি কথিত ইসলামি দল। একটি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের অর্থায়নে তৈরি ড্রোন ব্যবহার করে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পাশাপাশি কথিত ইসলামবিদ্বেষী ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালানোরও পরিকল্পনা করছে জঙ্গিরা। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীগুলোর তৎপরতার কারণে জঙ্গিরা কিছুটা দুর্বল হলেও একেবারে হারিয়ে যায়নি। ভেতরে ভেতরে তারা সাংগঠনিক তৎপরতা ও নাশকতার ছক আঁটছে। এছাড়া আফগানিস্তানে তালেবানদের বর্তমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশেরও উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। কাজেই আগে থেকে এবং বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কোনো বিকল্প নেই।