অসুস্থতা থেকে রক্ষা পেতে বা যে কোনো রোগ সারাতে ঔষুধের বিকল্প নেই। কিন্তু জীবন রক্ষাকারী ঔষুধে ভেজাল বা মেয়াদ উত্তির্ন ঔষধ সেবনে সুস্থতা তো আসবেই না, বরং মৃত্যু ঝুঁকি বাড়ে। একথা সবাই জানার পরও কেউ কেউ অধিক মুনাফার লোভে ভেজাল ও মেয়াদ উত্তির্ন ঔষুধের ব্যবসা চালিয়ে আসছে। মাঝে মধ্যে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে নকল ও মেয়াদ উত্তির্ন ঔষদ বিক্রির দায়ে জরিমানা করলেও এ থেকে সংশ্লিষ্টদের ফিরিয়ে আনা সম্ভব হয়নি।
মিটফোর্ড হাসপাতালকে কেন্দ্র করে দেড়শো বছর আগে মিডফোর্ডের ঔষধ ব্যবসা কেন্দ্র গড়ে উঠে। এখান থেকেই এক সময় সারা দেশে পাইকারি ঔষদ সরবরাহ করা হতো। কিন্তু ঔষুধ কোম্পানীগুলো তাদের প্রতিনিধিদের মাধ্যমে সরাসরি সারা দেশে ঔষদ সরবরাহ করা শুরু করলে এ মার্কেট অনেকটা জৌলুসা হারিয়েছে। কিন্তু বিদেশী ও নামী দামী ব্র্যান্ডের ঔষধের জন্য এ মার্কেটই এখনো নির্ভরযোগ্য মনে করেন অনেকে। আর এই সুযোগে অসাধু একটি চক্র নকল ও মেয়াদ উত্তির্ন ঔষধ বিক্রির সাথে যুক্ত হয়ে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে উঠেছেন।
মিটফোর্ড এলাকার বিল্লাল শাহ মার্কেটের পাইকারি ঔষুধ ব্যবসায়ী মো: রবিন তেমন একজন। অর্ধ শতাব্দি ঔষধ ব্যবসা করেও মার্কেট ব্যবসায়ী সমিতির নেতা হতে না পারলেও মো: রবিন মাত্র পাঁচ বছর ব্যবসা করে ফুলে ফেঁপে উঠেছেন এবং ব্যবসায়ীদের মধ্যে প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠেছেন। তিনি মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক। তার উত্থান নিয়ে মার্কেটের মধ্যে নানা কানাঘুষা থাকলেও তার বিরুদ্ধে কেউ টু শব্দ করার সাহস রাখেন না। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গত ১২ জুলাই তাকে সহ চক্রের ৮ জনকে গ্রেফতার করেছে। তদন্ত করে ডিবি বলছে, রবিন দেশের জেলা ও উপজেলায় জীবন রক্ষাকারী ঔষুধের নামে বিভিন্ন ভেজাল ঔষুধ ছড়িয়ে দিচ্ছেন। সাভার, পিরোজপুর ও নীলফামারীতে চারটি কারখানায় এসব ভেজাল ঔষধ তৈরি করা হয়। এগুলোর মধ্যে সাভার ও পিরোজপুরের দু’টি কারখানায় অভিযান চালানো হয়েছে। নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত ভেজাল ঔষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো না হলেও তদন্ত সংশ্লিষ্টরা খোজ খবর নিয়ে নিশ্চিত হয়েছেন আতিয়ার নামের এক কেডিস্ট ওই কারখানার মালিক এবং তার ফর্মুলাতে দেশের সব স্থানে ভেজাল ঔষুধ প্রস্তুত করা হয়।
অন্যদিকে প্রস্তুতকৃত ভেজাল ঔষুধের মোড়ক এতো নিখুত ভাবে তৈরি করা হয় যে, দেখে সহজে কারো পক্ষে সন্দেহ করা সম্ভব নয়। চলমান সময়ে জীবনযুদ্ধে টিকে থাকা খুব কঠিন হলেও, শারিরীক অসুস্থতার জন্য চিকিৎসা সেবা নিতে হয়। বিপুল পরিমান অর্থ খরচ করে নানা পরীক্ষা নিরীক্ষার পর নকল ঔষুধ সেবন করে জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া কতটা অমানবিক তা কেউ ভাবছে না। জীবনের চেয়ে কি অর্থের মূল্য বেশি? নকল, ভেজাল ও মেয়াদ উত্তির্ন ঔষধ তৈরি এবং বিপননের সাথে জড়িতরা গনহত্যার মতো অপরাধ করছেন। আর যারা এসব তদারকির জন্য রয়েছেন তার সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না বলে অভিযোগ রয়েছে। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকির এসব অপতৎপরতা বন্ধ করা জরুরি। আমরা চাই এ ব্যাপারে সংশ্লিষ্টরা নজর দেবেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন। স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা ব্যবস্থা নাগরিকদের সাংবিধানিক অধিকার হলেও জনগনকে নিজের গাটের পয়সা খরচ করে চিকিৎসা নিতে হয়। সরকার এখনো নাগরিকদের পুরো চিকিৎসার দায়িত্ব নিতে পারেনি। তাই দেশে বিলাসবহুল বেসরকারি বহু হাসপাতাল গড়ে উঠেছে। সরকারের উচিৎ চিকিৎসায় যাতে নির্ভেজাল ঔষধ নাগরিকরা পেতে পারে, তার ব্যবস্থা করা। স্বাস্থ্য ক্ষেত্রে জড়িত সরকারি নানা সংস্থা যথাযথ ব্যবস্থা করে জনগনের জীবন সুরক্ষা দিতে পারবে।