নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ এক অভিযান চালিয়ে ৩০পিস ইয়াবা সহ মাদক কারবারি কামাল হোসেন (৩৫)কে গ্রেফতার করেছে। কামাল উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মহিদীপুর গ্রামের আবুল কালামের পুত্র।
সোমবার (২৩ আগষ্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ থানার এসআই সুবজ চন্দ্র পাল ও এএসআই সমর বড়-য়ার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত কামালকে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ইয়াবা সহ মাদক কারবারিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ থানার কর্মকর্তা ইনচার্জ(ওসি) আবদুল বাতেন মৃধা।