মজিব বর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার।পুলিশই জনতা-জনতাই পুলিশ এ শ্লোগানকে সামনে রেখে রংপুর মেট্রোপলিটন পুলিশ ওপেন হাউজডে ও কমিউনিটি পুলিশিং মাহিগঞ্জ থানায় দুপুরে অনুষ্টানের আযোজন করেন।
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স পুলিশের।পুলিশ বলেন,আগে আমি,আপনি ও সমাজকে বদলাতে হবে।এর পর মাদক,সন্ত্রাস,জঙ্গিবাদ,জুয়াসহ বিভিন্ন অপকর্ম বন্ধ হবে।আপনি সচেতন হউন।আপনার সন্তান কি করছে,তা একটু খেয়াল করুন।তা হলে সমাজ থেকে দূর হবে অপকর্ম।পুলিশ কথনো পারবেনা মাদক,সন্ত্রাস,জঙ্গিবাদ,জুয়া বন্ধ করতে।যদি আপনি আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা না করেন।
মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশে নগরীতে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত।এরজন্য সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের আয়োজনে মাহিগঞ্জ থানায় ওপেন হাউজ ডে ও পুলিশ কমিউনিটি অনুষ্ঠানে একথা বলেন মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো: আবু মারুফ হোসেন।তিনি বলেন সমাজ থেকে সন্ত্রাস জঙ্গিবাদ মাদক ও বিভিন্ন অপকর্ম দূর করতে হলে আপনি ,আমি সমাজের মানুষকে বদলাতে হবে।
মানুষ বদলে গেলে এসব অপকর্ম এলাকা থেকে দূর হবে।তা না হলে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী,স্থানীয় জনপ্রতিনিধি সাংবাদিকসহ বিভিন্ন স্তরের মানুষ বন্ধ করতে পারবে না এসব অপকর্ম।তাই আসুন গড়ে তুলুন সামাজিক আন্দোলন।
তাহলে কমে যাবে এসব অপকর্ম।সবাই মিলে একসঙ্গে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ালে সমাজ থেকে চিরতরে বন্ধ হবে মাদক।তিনি আরো বলেন,গণমাধ্যম কর্মী সঠিক তথ্য প্রচার প্রচারণা করে তাহলে রাষ্ট্র যেমন উপকৃত হবে তেমনি এলাকা থেকে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ দূর হবে।মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স পুলিশের।
এসআই রফিকুল ইসলাম রফিকের সঞ্চলনা বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) উজ্জ্বল কুমার রায়, মাহিগঞ্জ জোনের আল ইমরান, মাহিগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ মাহফুজার রহমান
এসময় আরও বক্তব্য রাখেন, রসিকের ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর মালেক নিয়াজ আরজু, মাহিগঞ্জ কলেজের শিক্ষক বাতেন মিয়া, সিনিয়র সাংবাদিক মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নাগ বাবু, সাধারণ সম্পাদক মোকবুল হোসেন দুলাল, মাহিগঞ্জ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ টিটু, ৩৩ নং ওয়ার্ড পুলিশিং কমিটির সভাপতি নুর হোসেন, সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান, ৩০নং ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক শরিফ আহম্মেদ, শেখ রাসেল শিশু ১নং কল্যানী ইউনিয়নের মেহেদী হাসান সৈকত প্রমুখ।
অনেকেই বক্তব্য রাখেন,বলেন রংপুর মেট্রোপলিটন এলাকায় বিভিন্ন স্থানে মাদক জুয়া সহ বিভিন্ন অপকর্ম করছে অনেক যুবসমাজ।তাই পুলিশের নজরদারি বিশেষ প্রয়োজন।
এসময় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা:আবদুল আলীম মাহমুদ ফোনে সাংবাদিকদের বলেন,রংপুর মেট্রোপলিটন এলাকা থেকে মাদক,সন্ত্রাস,জঙ্গিবাদ,জুয়াসহ বিভিন্ন অপকর্ম বন্ধ করতে যা যা করা দরকার তা করা হবে।এসব অপকর্মের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স।