হাটহাজারী পৌরসভার ৯ নং মোহাম্মদপুর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাশেম কে তার পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ পৌরসভা-১ শাখার উপসচিব মোঃ ফারুক হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
চলতি মাসের ১১ তারিখ দেয়া প্রজ্ঞাপনের ভিত্তিতে জানা যায়, অব্যাহতি পাওয়া আবুল কাশেম চলতি বছরের ২৮ মার্চ হেফাজতে ইসলাম বাংলদেশের ঘোষিত হরতাল কর্মসূচীতে অংশগ্রহণ করে পৌর এলাকার মোহাম্মদপুর কড়িয়ার দিঘীরপাড় সংযোগ সড়কে দলবল নিয়ে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করেন। স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩২ উপ-ধারা ১ (খ) ও ১ (ঘ) মোতাবেক পৌরসভা বা রাষ্ট্রের হানিকর কার্যকলাপে জড়িত থাকায় তাকে এ অব্যাহতি প্রদান করা হয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
সত্যতা নিশ্চিত করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ শাহিদুল আলম।