মশার ভনভনানির মধ্যে ২০ আগস্ট বিশ^ মশা দিবস পালিত হলো। এ বছর দিবসের প্রতিপাদ্য ছিল, ‘শূন্য ম্যালেরিয়া লক্ষ্যে পৌছানো’। বিট্রিশ চিকিকৎসক স্যার রোনাল্ড রস ১৮৯৭ সালে অ্যানোফিলিস মশার কামড়ে ম্যালেরিযা রোগ হয় আবিষ্কার করেন। তার স্মরনে প্রতিবছর ২০ আগস্ট মশা দিবস হিসেবে পালন করা হয়। অ্যানোফিলিস মশাবাহিত রোগ ম্যালেরিয়ায় বিশে^ ২১৯ মিলিয়ন মানুষ সংক্রমিত হয়। বছরে ম্যালিরিয়ায় ৪ লাখের বেশি মানুষ মারা যায়। তাদের মধ্যে বেশি মারা যায় ৫ বছরের কম বয়সী শিশুরা। বিশ^ স্বাস্থ্য সংস্থা বলেছে, বিশে^র অর্ধেক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। বছরের ১০০ থেকে ৪০০ মিলিয়ন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়। বাংলাদেশে এক সময় ম্যালেরিয়ার প্রকোপ বেশি ছিল। এখন তা অনেকটা কমেছে। তবে দেশের ১৩টি জেলা ম্যালেরিয়া প্রবন। এগুলোর মধ্যে তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি জেলায় সবচে বেশি মানুষ মশাবাহিত ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়। ফলে এ তিন পার্বত্য জেলায় ম্যালেরিয়া রোগী সনাক্ত ও মৃত্যুর ৯০ শতাংশ দেখা যায়। পাহাড়ি উচু এলাকা, বন জংগল ও বৃষ্টি স্বাত পরিবেশের কারনে অ্যানোফিলিস মশা জন্মর অনুকুল পরিবেশ রয়েছে। দেশের ম্যালেরিয়া আক্রান্তদের ৭৬ শতাংশই বান্দরবনে। অন্যদিকে ২০১৯ সালে বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ওই বছর সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখের বেশি মানুষ। সরকারি হিসেবে মৃত্যু বরন করেন ১৭৯ জন। কিন্তু বেসরকারি হিসাবে বলছে অন্য কথা। তাদের হিসেবে ৩০০ জনের বেশি মারা যায়। চলতি বছর গত ১ জানুয়ারী থেকে ১৯ আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২৫১ জন। মারা গেছেন ৩১ জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন এভাবে ডেঙ্গু বাড়তে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
বাংলাদেশে এখন পর্যন্ত ১২৩ প্রজাতির মশা চিহ্নিত হয়েছে। কীটতত্ত্ববিদেরা মনে করেন এগুলোর মধ্যে ১৪ প্রজাতির মশা ঢাকায় আছে। তবে দেশে কিউফেক্স মশা সবচে বেশি। ফাইলেরিয়া বা গোদ রোগ ছড়ানো এ মশার প্রকোপ বাড়ে শীতকালে বেশি। এছাড়া এডিসের দু’টি প্রজাতি ডেঙ্গু ছাড়ায়। বাংলাদেশে ডেঙ্গু বিস্তারে ৯০ থেকে ৯৫ শতাংশ ভূমিকা রাখে গৃহপালিত ও নগরকেন্দ্রিক এডিস ইজিপ্টি মশা। ডেঙ্গু বিস্তারে ৫ থেকে ১০ শাতংশ ভূমিকা রাখে এডিস এলবোপিকটাস যাকে বলে এশিয়ান টাইগার মশা। দেশের প্রতিটি গ্রামে এ মশা রয়েছে। এডিসের কামড়ে চিকুন বুনিয়াও হয়। অন্য প্রজাতির যেসব মশা আছে, তা কিউলেক্স বা এডিসের মতো সংখ্যায় বেশি নয়। দেশের নগরগুলোয় এ মশা দু’টির ছড়াছড়ি। কারন অপরিকল্পিত নগরায়ন, বর্জ্য ব্যবস্থাপনার ভালো কোনো পদ্ধতি না থাকা। এছাড়া অপরিচ্ছন্নতাও মশা বেশি হওয়ার অন্যতম কারন। মশাবাহিত রোগের মধ্যে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, জিকা ভাইরাস অন্যতম। এজন্য মশার বংশ ধ্বংশ করে মানুষ বাঁচাবার কথা সবাই বললেও মশার প্রদুর্ভাব নিয়ন্ত্রন করা সম্ভব হচ্ছে না। অথচ এখানে খরচ করা হচ্ছে বিশাল অংকের অর্থ। গত অর্থ বছরে দেশের ১২টি সিটি করপোরেশনে মশকনিধনে ব্যায় হয়েছে ১১৩ কোটি টাকা। কিটনাশক এবং তা ছিটানোর যন্ত্র কেনায় এ টাকা খরচ হয়েছে। চলতি ২০২১-২২ অর্থ বছরে ৯টি সিটি করর্পোরেশনে বরাদ্দ রাখা হয়েছে ১৪১ কোটি টাকা। কিন্তু রাজশাহী, ময়মনসিংহ ও কুমিল্লা সিটি কর্পোরেশনে কোনো বরাদ্দ রাখা হয়নি। তবে কি এসব সিটি কর্পোরেশন এলাকা থেকে সব ধরনের মশা নির্বাসিত হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, মশা সঠিকভাবে নিয়ন্ত্রন করতে হলে মশা নিয়ে গবেষনা করতে হবে। কোন অষুধে কোন মশা মরে তা চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। মশার প্রকারভেদে ও আচরন ভেদে ব্যবস্থা ভিন্ন হতেও পারে। তাছাড়া নাগরিক জীবনে সচেতনতা বাড়াতে হবে। নিজ নিজ পরিবেশ পরিচ্ছন্ন রেখে মশার বংশ বৃদ্ধির পথ রুদ্ধ করতে হবে। মশার জীবনচক্র এমন যে বাস, ট্রেন ও লঞ্চে চড়ে জেলায় জেলায় ঘোরে এবং বিমানে চড়ে বিশ^ ভ্রমণ করে। অপরিকল্পিত ভাবে শুধু মশার ঔষধ ছিটালে কোনো ফল পাওয়া যায় না, তা তো আমরা প্রতি বছর দেখছি। তাই মশা দিবসের প্রত্যয় হোক, পরিকল্পিত ভাবে করবো মশার বংশ ধ্বংশ। এ জন্য যদি পৃথক গবেষনা সেল গঠন করার প্রয়োজন হয়, তাও করতে হবে নাগরিকদের মশাবাহিত রোগ থেকে বাঁচাতে। শুধু রোগে আক্রান্ত হলে তোড় জোড় না করে বরং সারা বছর মশকনিধন কর্মসূচি চালাতে হবে। তবে কাংক্ষিত ফল পাওয়া যেতে পারে।